Republic Day 2021 LIVE Updates: হরিয়ানায় হাই অ্যালার্ট, দিল্লিতে কৃষক বিক্ষোভে নৈরাজ্য, চারটি মামলা দায়ের

কৃষক সংগঠনগুলি দাবি করেছে, আজকের মিছিলে প্রায় ২ লাখ ট্রাক্টর নিয়ে আসবে তারা। তবে মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jan 2021 09:46 PM

প্রেক্ষাপট

 নয়াদিল্লি: আজ গোটা দেশ পালন করছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে আজ প্রদর্শিত হবে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য। তবে এবাকরোনার জেরে অন্যান্যবারের মত জাঁকজমক হবে...More

দিনভর অশান্তির পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক্টর মিছিল অবিলম্বে প্রত্যাহরের সিদ্ধান্ত ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। আন্দোলনকারী কৃষক সংগঠনটি বলেছে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল কৃষকরা যেন যার যার প্রতিবাদ-বিক্ষোভস্থলে ফিরে যান। আজ বেলা থেকে কৃষকদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাতে অশান্ত হয়ে ওঠে রাজধানী। নানা মহলের সমালোচনার মুখে পড়েন কৃষকরা। অবশেষে মূল কর্মসূচি থেকে সরে এল তাদের একটি সংগঠন।