Republic Day 2021 LIVE Updates: হরিয়ানায় হাই অ্যালার্ট, দিল্লিতে কৃষক বিক্ষোভে নৈরাজ্য, চারটি মামলা দায়ের
কৃষক সংগঠনগুলি দাবি করেছে, আজকের মিছিলে প্রায় ২ লাখ ট্রাক্টর নিয়ে আসবে তারা। তবে মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়।
লাল কেল্লার দখল নিল বিশাল পুলিশ বাহিনী। নাঙ্গলোই থেকে ইতিমধ্যেই পিছু হঠেছেন বিক্ষুব্ধ কৃষকরা।
আমরা শান্তিতে মিছিল করেছি। যারা অশান্তি করছে, তাদের চিনি। বললেন রাকেশ টিকাইত।
কৃষকদের অভিযোগ, তাঁকে গুলি করে মেরেছে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টর উল্টে যাওয়ায় চাপা পড়ে মারা গিয়েছেন তিনি। ইটের ঘায়ে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী।
বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি দিল্লি মেট্রো স্টেশন।
বিক্ষোভকারীদের হঠাতে ফের লাঠিচার্জ করছে পুলিশ। ছুঁড়ছে কাঁদানে গ্যাস। কৃষকরা জেদ ধরে আছেন, তাঁরা রিং রোড যাবেনই।
অসংখ্য কৃষক ট্র্যাক্টর নিয়ে চলে এসেছেন লাল কেল্লা। কৃষক নেতাদের কোনও চিহ্ন নেই। পুলিশের ওপর কোনও নির্দেশ নেই, তারা ব্যবস্থা নিতে পারছে না। লাল কেল্লার পাঁচিল বেয়ে ওপরে উঠছেন কৃষকরা।
দিল্লির রাস্তা জুড়ে চলছে শুধু ট্র্যাক্টর, হঠে গিয়েছে পুলিশ। গাজিয়াবাদ সীমানায় তুলকালাম চলছে, আইটিও-ময়ূরবিহার-অক্ষরধামে চরম বিশৃঙ্খলা।
যে রুট মিছিলের জন্য তৈরি ছিল, তা পাল্টে অন্য রুটে গাজিপুরের দিক থেকে ব্যারিকেড ভেঙে দিল্লি ঢুকেছেন ডান্ডা হাতে কৃষকরা। নির্ধারিত সময়ের অনেক আগে শুরু হয়েছে মিছিল। পুলিশের দিকে লাগাতার পাথর ছুঁড়ছেন, চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার।
মিছিল হচ্ছে শান্তিপূর্ণভাবে, বলল ভারতীয় কিষাণ ইউনিয়ন
ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত দাবি করলেন, তাঁরা শান্তিপূ্র্ণভাবে মিছিল করছেন। পুলিশের কাঁদানে গ্যাসে এখন পিছু হঠেছেন বিক্ষোভরত কৃষকরা। ট্র্যাক্টর ছেড়ে তাঁরা পালিয়েছেন।
লাল কেল্লার দিকে চলছে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। জেসিবি মেশিন দিয়ে ব্যারিকেড ভেঙেছেন কৃষকরা, ডিটিসির বাস ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠিচার্জ করেছে পুলিশ, ছুঁড়েছে কাঁদানে গ্যাস।
সঞ্জয় গাঁধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষোভকারী কৃষকদের হঠাতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। সিঙ্ঘু সীমানার কৃষকরা ট্র্যাক্টর মিছিল নিয়ে পৌঁছন এখানে। তাঁদের আটকাতে অস্থায়ী পাঁচিল তুলে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পকে দিল্লির রাস্তায় তুলে ধরল পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, আমরা নূতন যৌবনেরই দূত।
দিল্লি-কলকাতা দু'জায়গাতেই চলছে ট্যাবলো প্রদর্শন।
প্রথমে জাঠ রেজিমেন্ট, তারপর গাড়োয়াল রেজিমেন্ট। এবার মাহার রেজিমেন্ট, নেতৃত্বে কর্নেল শুভায়ু বোস।
দিল্লির রাস্তায় পদাতিক বাহিনী। নেতৃত্বে রয়েছেন কর্নেল প্রীতি চৌধুরী। প্রদর্শনীতে প্রথমবার এল রাফাল যুদ্ধবিমান।
শারীরিক দূরত্ব মেনে কুচকাওয়াজ চলছে। অনুষ্ঠানে নেই কোনও বিদেশি অতিথি। কুচকাওয়াজে যোগ দিয়েছে বাংলাদেশের সেনাও। ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার নেই।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। উপস্থিত তিন বাহিনীর প্রধান। রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
সিঙ্ঘু সীমানায় কৃষকরা শুরু করলেন ট্র্যাক্টর মার্চ। টিকরি সীমানায় আন্দোলনরত কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন, সামনে এগনোর চেষ্টা করছেন তাঁরা।
সিঙ্ঘু সীমানায় কৃষকরা শুরু করলেন ট্র্যাক্টর মার্চ। টিকরি সীমানায় আন্দোলনরত কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন, সামনে এগনোর চেষ্টা করছেন তাঁরা।
সকালে প্রথমে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন অনুষ্ঠান। রাজপথের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।
করোনা অতিমারীর পাশ থেকে মানবতাকে উদ্ধার করতে ভারত ও ইংল্যান্ড হাতে হাত মিলিয়ে কাজ করছে। ভারত বিশ্বের সর্ববৃহৎ সার্বভৌম গণতন্ত্র, আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদি এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি ভীষণভাবে চেয়েছিলাম এতে যোগ দিতে কিন্তু করোনার বিরুদ্ধে আমাদের যৌথ লড়াই লন্ডনে থাকতেই বাধ্য করল আমাকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় জনগণের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে এ কথা বললেন বরিস জনসন।
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালি করবেন কৃষকরা। রুট বদলে দিয়েছে দিল্লি পুলিশ, দেওয়া হয়েছে একাধিক শর্ত। তা সত্ত্বেও, সিঙ্ঘু, তিকরি ও গাজিপুর সীমানা থেকে ৫ হাজার ট্রাক্টরের মিছিল দেখা যাবে দিল্লির রাজপথে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসে আন্দোলনকারীদের পাশে থাকতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক থেকে আসছেন কয়েক হাজার কৃষক। কৃষক সংগঠন সূত্রে জানা গেছে, ট্র্যাক্টরের আদলে তৈরি ট্যাবলোয় তুলে ধরা হবে কৃষকদের প্রতি বঞ্চনার কথা। প্রত্যেক ট্র্যাক্টরে থাকবে জাতীয় পতাকা। বাজানো হবে জাতীয় সঙ্গীত।
সকাল ৯টা ৫০ মিনিটে বিজয় চক থেকে শুরু হবে কুচকাওয়াজ। যাবে জাতীয় স্টেডিয়ামের দিকে। রাজপথ, অমর জওয়ান জ্যোতি, ইন্ডিয়া গেট, প্রিন্সেস প্যালেস ঘুরে তা যাবে তিলক মার্গ ও রাডায়াল রোডের দিকে। ট্যাবলোগুলি যাত্রা শুরু করবে বিজয় চক থেকে, যাবে লাল কেল্লার দিকে। পথে পড়বে রাজপথ, ইন্ডিয়া গেট, প্রিন্সেস প্যালাস, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ ও নেতাজি সুভাষ মার্গ।
৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে টুইটারে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: আজ গোটা দেশ পালন করছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে আজ প্রদর্শিত হবে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য। তবে এবাকরোনার জেরে অন্যান্যবারের মত জাঁকজমক হবে না এবারের অনুষ্ঠানে। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। একই সঙ্গে গত ৫০ বছরের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম এদিন কোনও প্রধান অতিথি থাকছেন না। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয় কিন্তু ইংল্যান্ডে করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণ শুরু হওয়ায় তিনি দিল্লি আসতে পারেননি।
আজ রাজপথে ১২২ সদস্যের বাংলাদেশ সেনাও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাফাল ছাড়াও আজকের সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত হবে টি-৯০ ট্যাঙ্ক, সমবিজয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান ইত্যাদি। এছাড়া থাকছে সর্বমোট ৩২টি ট্যাবলো। এগুলির মধ্যে ১৭টি আসছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, ৬টি প্রতিরক্ষা মন্ত্রক থেকে এবং বাকি ৯টি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক এবং আধা সেনা বাহিনী থেকে। এর মাধ্যমে দেশের অসামান্য সমৃদ্ধশালী ঐতিহ্য, আর্থিক অগ্রগতি ও সেনা পরাক্রম রাজপথে গোটা বিশ্বের সামনে প্রদর্শিত হবে।
এছাড়া থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওড়িশার কালাহান্ডির আঞ্চলিক নাচ বাজাসাল প্রদর্শিত হবে, থাকবে ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও আত্মনির্ভর ভারত সংক্রান্ত ট্যাবলোও। জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
এরই মধ্যে দিল্লির তিন সীমানা সিঙ্ঘু, টিকরি এবং উত্তর প্রদেশের গাজিপুরে বার হবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের কিষাণ গণতন্ত্র প্যারাড বা ট্রাক্টর মার্চ। এ জন্য বিরাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কৃষক সংগঠনগুলি দাবি করেছে, আজকের মিছিলে প্রায় ২ লাখ ট্রাক্টর নিয়ে আসবে তারা। তবে মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -