এক্সপ্লোর
Advertisement
ফেসবুক পোস্টে বিচারবিভাগের সমালোচনা! ছত্তিশগড়ের আমলাকে শো কজ
রায়পুর: দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে আইএএস অফিসার অ্যালেক্স পল মেননকে শো কজ করল ছত্তিশগড় সরকার। ২০০৬ ব্যাচের এই আমলা সম্প্রতি এক ফেসবুক পোস্টে লিখেছেন, “মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার অপেক্ষায় থাকা ভারতীয়দের ৯৪ শতাংশই হয় দলিত অথবা মুসলিম। তবে কি ভারতীয় বিচার ব্যবস্থা পক্ষপাত দোষে দুষ্ট?” এই মেননকেই ২০১২ সালে অপহরণ করেছিল মাওবাদীরা। তিনি তখন ছত্তিশগড়ের বস্তার জেলার সুকমার কালেক্টর।
সোস্যাল মিডিয়ায় ঝড় তলে দিয়েছে বর্তমানে ছত্তিশগড় ইনফোটেক প্রোমোশন সোসাইটির সিইও পদে থাকা মেননের ১৮ জুনের পোস্টটি। বিরূপ রাজ্য সরকার। তাঁকে এক মাস সময় দিয়ে জবাব দিতে নোটিস পাঠানো হয়েছে। তার জবাব কী আসে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ছত্তিশগড়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সচিব নিধি ছিব্বার বলেছেন, সোস্যাল মিডিয়ায় তিনি যে পোস্টটি করেছেন, তাকে সর্বভারতীয় সার্ভিস রুলে বেঁধে দেওয়া আচরণের পরিপন্থী। বিচারবিভাগ সরকারের অংশ। তিনি তারই সমালোচনা করেছেন। তাই তাঁকে শোকজ পাঠিয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে। একজন সর্বভারতীয় স্তরের সার্ভিস অফিসারের সরকারের নীতি-পলিসি বা কাজ নিয়ে প্রকাশ্যে কোনও গণমাধ্যমে এমন মন্তব্য করতে পারেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement