এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জন্মদিনে সনিয়া গাঁধীকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
সনিয়া গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইটারে কংগ্রেস অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মোদি। লেখেন, ‘শ্রীমতী সনিয়া গাঁধী জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী হোন।’
নয়াদিল্লি: সনিয়া গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইটারে কংগ্রেসের অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মোদি। লেখেন, ‘শ্রীমতী সনিয়া গাঁধী জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী হোন।’
৭৩ বছরে পড়লেন কংগ্রেস নেত্রী। সূত্রের খবর, দেশে ক্রমাগত বাড়তে থাকা ধর্ষণের ঘটনা ও মহিলাদের সুরক্ষা বারবার বিঘ্নিত হওয়ায় ব্যথিত তিনি। তাই এর প্রতিবাদে এই বছর নিজের জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেছেন সনিয়া গাঁধী। কংগ্রেসের তরফ থেকে একটি টুইটে নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘কংগ্রেসের দীর্ঘকালীন নেত্রী সনিয়া গাঁধীর ব্যক্তিত্ব দলের সমস্ত যুব নেতা নেত্রীদের উদ্ধুদ্ধ করে। তাঁর শক্তি, মর্যাদা ও মমতা আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’Birthday wishes to Mrs. Sonia Gandhi Ji. Praying for her long life and good health.
— Narendra Modi (@narendramodi) December 9, 2019
पंक्ति के आखिर में खड़े व्यक्ति तक न्याय, अधिकार, सुरक्षा एवं सुविधा सुनिश्चित कराना प्रत्येक सरकार की जिम्मेदारी होनी चाहिए।#HappyBirthdaySoniaGandhi pic.twitter.com/WQsBcbEY30
— Congress (@INCIndia) December 9, 2019
সচিন পাইলট, মিলিন্দ দেওরা, কুমারী সেলজা, সুস্মিতা দেব সহ আরও অনেক কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানান সনিয়া গাঁধীকে।देश के नागरिकों को बेहतर एवं भय मुक्त माहौल मुहैया कराना सरकार की जिम्मेदारी होती है।#HappyBirthdaySoniaGandhi pic.twitter.com/cO8uB4GQaJ
— Congress (@INCIndia) December 9, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement