‘গরু খায়, বাঘের শাস্তি হয় না কেন’, প্রশ্ন গোয়ার এনসিপি নেতা চার্চিল আলেমাওর
বাঘ গরু খেলে তার কোনও শাস্তি হয় না কেন?
গোয়া: মানুষ গরু খেলে তার শাস্তি আছে। কিন্তু বাঘ গরু খেলে তার কোনও শাস্তি হয় না কেন? গোয়া বিধানসভায় এই প্রশ্নই তুললেন ন্যাশনাল কংগ্রেস পার্টির বিধায়ক চার্চিল আলেমাও।
(এনসিপি নেতা চার্চিল আলেমাও)গোয়া বিধানসভায় বাঘ হত্যার ইস্যু ইত্থাপন করেন বিরোধী দলনেতা দিগম্বর কামাত। গত মাসে একটি বাঘিনী ও তার তিন শাবককে পিটিয়ে মেরে ফেলে ৫ জন গ্রামবাসী। সেই ঘটনা প্রসঙ্গেই এদিন বিধানসভায় বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়টি আলোচনায় আনেন বিরোধী দলনেতা কামাত। সেই প্রসঙ্গেই এদিন এনসিপি বিধায়ক পাল্টা প্রশ্ন করেন, “যখন মানুষ গরু খায় তখন তার শাস্তি হয়। কিন্তু, বাঘ যখন গরু খায় তখন কী শাস্তি হয়?” আরও একধাপ এগিয়ে তাঁর বক্তব্য, বন্যপ্রাণের কথা ভাবলে বাঘের সংরক্ষণ অবশ্যই প্রয়োজনীয়। তবে যদি মানুষের কথা ভাবা হয়, তাহলে গরুও প্রয়োজনীয়। কোনও ভাবেই মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য করা যায় না। বিধানসভায় এই বক্তব্যই রেখেছেন এনসিপি বিধায়ক।
Like humans, tigers must be 'punished' for eating cows, says Goa NCP MLA Churchill Alemao
— Press Trust of India (@PTI_News) February 5, 2020
এই প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, মানুষের বসতিতে ঢুকে পড়ায় গ্রামবাসীরা পিটিয়ে পিটিয়ে বাঘিনীটিকে মেরেছে। যে সব কৃষকদের ক্ষতি হয়েছে সরকার তাদের ক্ষতিপূরণ দেবে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, “জন্তুর আক্রমণে যেসব কৃষকরা তাদের গরু হারিয়েছে সরকার তিন চার দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেবে।”