updates: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংস্পর্শে আসা আত্মীয়দের নমুনা পরীক্ষার রিপোর্টে পাওয়া গেল না ভাইরাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2020 10:13 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে লকডাউন। পশ্চিমবঙ্গ সহ দিল্লি, ওড়িশা,মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন সক্রান্ত বিধিব্যবস্থা। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে জাতীয় রাজধানী দিল্লিতে আজ থেকে...More
নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে লকডাউন। পশ্চিমবঙ্গ সহ দিল্লি, ওড়িশা,মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন সক্রান্ত বিধিব্যবস্থা। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে জাতীয় রাজধানী দিল্লিতে আজ থেকে শুরু হয়েছে লকডাউন। আগামী ৩১ মার্চ পর্যন্ত তা চলবে। এরইমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল লোকজনের কাছে লকডাউন মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কেউ লকডাউন পালন না করলে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, আমি সবাইকে লকডাউনের মাপকাঠি মেনে চলার আর্জি জানাচ্ছি। করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতেই এই লকডাউন। আগামীকাল থেকে লোকজনের গতিবিধিতে কড়া নিয়ন্ত্রণ করা হবে। আমি সবাইকে বাড়িতে থাকার আবেদন জানাচ্ছি।কেজরীবাল বলেছেন, করোনা একটি বিপজ্জনক ভাইরাস। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে আমাদের অন্য দেশগুলির ভুল থেকে শিক্ষা নিতে হবে। এ জন্য সবার সহযোগিতার প্রয়োজন। লকডাউনে দরিদ্ররা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। তাঁদের খাদ্যদ্রব্যের অভাব যাতে না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।কারুর খাদ্য সংক্রান্ত সমস্যা থাকলে তাঁকে সাহায্য করার জন্য অন্যদের আর্জি জানিয়েছেন কেজরীবাল। তিনি বলেছেন, এক্ষেত্রে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে।দিল্লিতে মেট্রো রেল পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। দিল্লি পরিবহণ নিগমের মাত্র ২৫ শতাংশ বাস চলবে। এছাড়া লকডাউন পর্বে বেসরকারি বাস, ট্যাক্সি, অটোরিক্সা, রিক্সা বা ই-রিক্সার চলাচল নিষিদ্ধ। আগামী ৩১ মার্চ পর্যন্ত চার বা তার বেশি মানুষের জমায়েত আচকাতে পুলিশ দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে।অত্যাবশ্যক পরিষেবা লকডাউনের বাইরে রয়েছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু। সল্টলেক আমরিতে মৃত্যু দমদমের প্রৌঢ়ের। মৃতের সংস্পর্শে আসা আত্মীয়-পরিবারে নমুনা পরীক্ষা। নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ।