কলম্বো: সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অজন্তা মেন্ডিস। শ্রীলঙ্কার যে স্পিনারকে একসময় বিস্ময়-স্পিনার হিসাবে স্বীকৃতি দিয়েছিল ক্রিকেটবিশ্ব।
৩৪ বছর বয়সী অজন্তা ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রবেশ করেছিলেন। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ২৮৮টি উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ২০১৫ সালের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি অজন্তা।
ক্যারম বলের জন্য বিখ্যাত অজন্তা ১৯টি টেস্ট খেলে ৭০ উইকেট নিয়েছেন। ৮৭টি ওয়ান ডে-তে নিয়েছেন ১৫২ উইকেট। পাশাপাশি ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ শুভেচ্ছা জানিয়েছেন মেন্ডিসকে। তিনি টুইট করেছেন, 'সংক্ষিপ্ত তবে দারুণ কেরিয়ারের জন্য অভিনন্দন মেন্ডা। দুর্ভাগ্যবশত চোটের জন্য ওর কেরিয়ার সংক্ষিপ্ত হল তবে ভাগ্য তোমার সামনে আরও রাস্তা খুলে দেবে। ভাল থেকো।'
ওয়ান ডে-তে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে মেন্ডিসের। বিশ্বের একমাত্র বোলার হিসাবে টি-টোয়েন্টিতে দুবার ৬ উইকেট করে নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ভারতকে সেই ম্যাচে ১০০ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সে বছরই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিন ম্যাচে ২৬ উইকেট নিয়েছিলেন। মেন্ডিসের ধাঁধার উত্তর খুঁজে পাননি ভারতীয় ব্যাটসম্যানেরা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজন্তা মেন্ডিসের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2019 12:20 AM (IST)
ওয়ান ডে-তে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে মেন্ডিসের। বিশ্বের একমাত্র বোলার হিসাবে টি-টোয়েন্টিতে দুবার ৬ উইকেট করে নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -