নয়াদিল্লি: শিশুদের নিয়ে অপরাধেও বিরাম নেই। দেশে নিখোঁজ ৮৩ হাজারের বেশি শিশু। এর মধ্যে ৭৫ শতাংশই কন্যাসন্তান, নাবালিকা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সাম্প্রতিক রিপোর্টে এমনই পরিসংখ্যান উঠে এল (Missing Children)। ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরের যে অপরাধের রেকর্ড তুলে ধরেছে NCRB, তাতেই এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ২০২১ সালের তুলনায় নিখোঁজ শিশুর সংখ্যায় ৭.৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। (NCRB Data)


NCRB-র পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২২ সালে মোট ৮৩ হাজার ৩৫০ শিশু নিখোঁজ হয়ে যায় দেশে। এর মধ্যে ছেলের সংখ্যা ২০ হাজার ৩৮০, মেয়ের সংখ্যা ৬২ হাজার ৯৪৬ এবং রূপান্তরকামী শিশুর সংখ্যা ২৪। ২০২১ সালে দেশে মোট নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৩৫। নিখোঁজদের খোঁজে নেমে ২০২২ সালে ৮০ হাজার ৫৬১ শিশুকে উদ্ধার করা সম্ভব হয় বলেও জানিয়েছে NCRB, যার মধ্যে ছেলের সংখ্যা ছিল ২০- হাজার ২৫৪, মেয়ের সংখ্যা ছিল ৬০ হাজার ২৮১ এবং রূপান্তরকামী শিশুর সংখ্যা ছিল ২৬।


বিভিন্ন রাজ্যের সরকারের তরফেই নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি চালানো হয়। তাতেও অনেককে উদ্ধার করা গিয়েছে এবং খোঁজ পাওয়া গিয়েছে। তবে কেন্দ্র এবং রাজ্যের পরিসংখ্যানের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই। ২০২২ সালের বার্ষিক 'ক্রাইম ইন ইন্ডিয়া' রিপোর্ট প্রকাশ করেছে NCRB. তাতে তাদের হাতে থাকা পরিসংখ্যানই তুলে ধরা হয়েছে দেশবাসীর সামনে।


আরও পড়ুন: China On Kashmir Issue:ভারত-পাকিস্তানকে আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটাতে হবে, সুপ্রিম-রায়ের পর ফের বার্তা চিনের



নিখোঁজের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সবার আগে থানায় অভিযোগ দায়ের হয়। প্রাথমিক তদন্ত এবং অভিযোগ যাচাই করে দেখে পুলিশ। তার পর ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ নং ৩৬৩-র আওতায় অপহরণের এফআইআর দায়ের হয়। সেই নিরিখে পরিসংখ্যান লিপিবদ্ধ করা হয়। ২০২২ সালে ৭০ হাজার ৬৯ শিশুর অপহরণের অভিযোগ দায়ের হয় বলে জানিয়েছে NCRB, যার মধ্যে ৬২ হাজার ৯৯ নিখোঁজ শিশু ছিল মেয়ে। ২০২২ সালে মানবপাচারের ২ হাজার ২৫০টি অভিযোগ জমা পড়ে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ১৮৯। এর মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৮৭৮। 

 

শিশুদের পাশাপাশি, প্রাপ্তবয়স্ক নিখোঁজের পরিসংখ্যানও সামনে আনা হয়েছে NCRB-র তরফে। তাতে বলা হয়েছে, ২০২২ সালে ৪ লক্ষ ৪২ হাজার ৫৭২ জন নিখোঁজ হয়ে যান, যার মধ্যে পুরুষের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৮, মহিলা ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ৫০০ এবং রূপান্তরকামী ছিলেন ৬৪। ২০২১ সালে ৩ লক্ষ ৮৯ হাজার ৮৪৪ জন প্রাপ্ত বয়স্কের নিখোঁজ হয়ে যাওয়ার পরিসংখ্যান সামনে আসে। সেই নিরিখে এ বছর ১৩.৫ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে। ২০২২ সালে উদ্ধার করা গিয়েছে বা খোঁজ মিলেছে, এমন মানুষের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৭৭।