রাঁচি: 'অপরাধ' বলতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাঝেমধ্যে ছুটি চাইত সে। অভিযোগ, সেটাই বরদাস্ত করতে পারতেন না গৃহকর্ত্রী (owner)। এমন দাবিদাওয়া মানা যায় নাকি? অতএব শাস্তি! বেধড়ক মারধর (beating), তার পর খাওয়াদাওয়া বন্ধ করে ঘরে (locked) আটকে রাখা। একদিন নয়, পরিচারিকার (domestic help) উপর একাধিক বার এমনই অত্যাচারের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের (jharkhand) বিজেপি (BJP Leader) নেত্রী সীমা পাত্রের বিরুদ্ধে। পরিস্থিতির চাপে এর মধ্যেই তাঁকে সাসপেন্ড (suspend) করেছে ঝাড়খণ্ড বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হননি সীমা। এবার তাই তৎপর হল জাতীয় মহিলা কমিশন।
কড়া জাতীয় মহিলা কমিশন:
সংবাদমাধ্যমের একাংশের দাবি, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ঝাড়খণ্ড পুলিশের ডিজি-কে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমিশন। সঙ্গে সংযোজন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গেরুয়া শিবিরের ওই নেত্রী যাতে গ্রেফতার হন তা নিশ্চিত করতে হবে। এর মধ্যে রাঁচি পুলিশ এই নিয়ে এফআইআর রুজু করেছে। আরগোরা পুলিশ স্টেশন ইন-চার্জ জানিয়েছেন, ওই পরিচারিকার অবস্থার উন্নতি হলে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর বয়ান নেওয়া হবে। এই মুহূর্তে রাঁচির আরআইএমএস হাসপাতালে ভর্তি রয়েছে সে। দেহে একাধিক আঘাত। অভিযোগ, তাকে লোহার রড নিয়ে মারা হয়েছিল। অত্যাচারের চোটে দাঁত ভেঙে যায়। তার পর তালা বন্ধ করে একটি ঘরে আটকে রাখা হয়েছিল তাকে। দিনের পর দিন খাবার বা জল কিছু দেওয়া হয়নি। এতেই শেষ নয়। বন্ধ দরজার ফাঁক গলে কোনও কারণে তার প্রস্রাব বেরিয়ে এলে সেটা তাকে দিয়ে চাটানোরও অভিযোগ রয়েছে সীমা পাত্রর বিরুদ্ধে। গত ২২ অগাস্ট গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে রাঁচির অশোকনগরে বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
প্রেক্ষাপট...
সূত্রের খবর, আদতে গুমলা গ্রামের বাসিন্দা ওই তরুণী আদিবাসী সম্প্রদায়ের সদস্য। বছর দশেক আগে পাত্র পরিবারে পরিচারিকার কাজ করতে এসেছিল। প্রথমে মেয়ে বৎসলার সঙ্গে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন পাত্র দম্পতি। পরে বৎসলার ট্রান্সফার হলে ফের রাঁচি ফিরে আসে সে। সূত্রের খবর, তার পর থেকেই তার উপর ভয়ঙ্কর অত্যাচার চলত। ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বললেই তাকে বেধড়ক মারধর করতেন সীমা, অভিযোগ এমনই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তার হাঁটাচলা করতেও অসুবিধা হত। বিবেক বাসকি নামে কর্মীবর্গ দফতরের এক আধিকারিক বিষয়টি কোনও ভাবে জানতে পেরে ডেপুটি পুলিশ কমিশনারের গোচরে আনেন। তার পরই উদ্ধার করা হয় তরুণীকে।
আরও পড়ুন:ডোমজুড়ের গ্রাম থেকে গ্রেফতার কেপমারিতে অভিযুক্ত গ্যাং, উদ্ধার ৯ শিশুও