স্বাধীনতা দিবসের আগে সৌজন্য দেখিয়ে ৩০ জন ভারতীয় বন্দিকে মুক্তি পাকিস্তানের, একই পথে হেঁটে সাতজনকে ছাড়ল ভারত
Web Desk, ABP Ananda | 14 Aug 2018 12:28 PM (IST)
নয়াদিল্লি ও ইসলামাবাদ: স্বাধীনতা দিবসের আগে সৌজন্য দেখিয়ে ২৭ জন মৎস্যজীবী সহ ৩০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিল পাকিস্তান। পাল্টা সাতজন পাকিস্তানিকে মুক্তি দিল ভারত। শনিবার পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন ইমরান খান। তার আগে দু’দেশই সৌজন্যের পরিচয় দিল। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাতজন পাকিস্তানি বন্দিকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ৭ অগাস্টও ১৪ জন পাকিস্তানি মৎস্যজীবীকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়। মানবিকতার স্বার্থে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী ও সাধারণ বন্দিদের দ্রুত মুক্তি এবং দেশে ফেরানোর উপর জোর দেওয়া হচ্ছে।’ ভারতীয় বন্দিদের মুক্তি দেওয়ার পর পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাকিস্তান মানবতার বিষয়টি নিয়ে রাজনীতি করতে চায় না। এই নীতীর সঙ্গে সঙ্গতি বজায় রেখেই ভারতীয় বন্দিদের মুক্তি দেওয়া হল। ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগে মানবিকতার পরিচয় দেখানো হল। আমাদের আশা, ভারতও একইরকম সৌজন্য দেখিয়ে পাকিস্তানি বন্দিদের মুক্তি দেবে।’ গত মাসেই পাকিস্তানের সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে পেশ করা এক রিপোর্টে জানানো হয়েছে, ৪১৮ জন মৎস্যজীবী সহ ৪৭০ জন ভারতীয় বন্দি আছেন। তাঁদের মধ্যে ৩০ জনকে মুক্তি দেওয়া হল। ২৭ জন মৎস্যজীবী করাচির জেলে বন্দি ছিলেন। সেখান থেকে তাঁদের লাহৌরে পাঠানো হয়। এরপর ওয়াগা সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।