নয়াদিল্লি: করোনা সংক্রমণে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ভারত। মঙ্গলবারও দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের নিরিখে ফের রেকর্ড তৈরি হল দেশে । একদিনে মৃত ৩৩১, আক্রান্ত প্রায় ৯ হাজার ৯৮৭। মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৭ হাজার। আক্রান্ত ছাড়িয়েছে ২ লক্ষ ৬৬ হাজার।


এরই মধ্যে করোনা সংক্রমণ নিয়ে আইসিএমআর-এর সমীক্ষা রিপোর্টে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ওই সমীক্ষা বলছে, হটস্পট এলাকার ৩০ শতাংশ বাসিন্দা করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁদের চিহ্নিত করা যায়নি। কারণ, তাঁদের শরীরে তৈরি হয়ে গিয়েছে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। আইসিএমআর সূত্রের খবর, দেশের ৭০টি জেলায় এই সমীক্ষা চালানো হয়েছে। সংগ্রহ করা হয় ২৪ হাজার রক্তের নমুনা। যদিও এই সমীক্ষা রিপোর্ট চূড়ান্ত নয় বলে জানিয়েছে আইসিএমআর।


আইসিএমআর-এর এই রিপোর্ট থেকে আশা করাই যায়, এই হটস্পট জোনগুলির বাসিন্দাদের মধ্যে আগামী দিনে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যেতে পারে। এই সমীক্ষা থেকে আরও একটি বিষয় পরিষ্কার, এত মানুষ লক্ষণহীন করোনা-আক্রান্ত হওয়ার অর্থ, সরকারি হিসেবে যে সংখ্যক করোনা আক্রান্তের কথা বলা হচ্ছে, আদতে সংখ্যাটা আরও বেশি।