কলকাতা: লকসভা নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগে লাগাতার তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনের ফল বেরনোর পর এখন পরিস্থিতি কার্যতই উল্টে গিয়েছে। ডাক্তারি প্রবেশিকা NEET থেকে UGC-NET, দেশের উচ্চস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে জেরবার কেন্দ্র। সেই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের দাবি জানাল তৃণমূল। (NEET 2024 Controversy)
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি যেখানে সরকারে, তাদের নিয়ন্ত্রণে থাকা সিবিআই-কে দিয়ে নিরপেক্ষ তদন্ত হবে না, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া উচিত বলে মত জোড়াফুল শিবিরের। দলের তরফে সেই দাবিতেই সরব হলেন কুণাল ঘোষ। (TMC on NEET Row)
NEET এবং UGC-NET নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন কুণাল। তিনি বলেন, "কেন্দ্রের যে NEET, তাতে দেশের সবচেয়ে বড় পরীক্ষা দুর্নীতি হয়েছে। বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারের আমলে এই দুর্নীতি হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার যে, বিজেপি-র প্রশাসন এই দুর্নীতি করেছে। তাই কেন্দ্রে বিজেপি সরকারের সংগঠন সিবিআই-কে দিয়ে েই তদন্ত চলবে না।"
NEET এবং UGC-NET, দুই পরীক্ষারই দায়িত্বে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শনিবার রাতে সংস্থার ডিজি পদ থেকে সরানো হয়েছে সুবোধকুমার সিংহকে। আপাতত দায়িত্বে আনা হয়েছে প্রদীপ সিংহ খরোলাকে। পরীক্ষা পদ্ধতিতে সংস্কার ঘটাতে ISRO-র প্রাক্তন চেয়ারম্যানকে মাথায় রেখে গড়া হয়েছে নয়া কমিটিও। কিন্তু গোটাটাই লোকদেখানো হলে দাবি করেছেন কুণাল। তাঁর কথায়, "কখনও কমিটি গড়ছে, কখনও একে, ওকে সরাচ্ছে। সবটাই আইওয়াশ। সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে তদন্ত হওয়া উচিত। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের হেফাজতে নিয়ে তদন্ত হোক। নইলে সাক্ষ্য-প্রমাণ সব নষ্ট করা হতে পারে।"
পরীক্ষা পদ্ধতিতে সংস্কার ঘটাতে যে কমিটি গড়া হয়েছে, তা নিয়ে আপত্তি না করলেও, এযাবৎ যা ঘটেছে, তা নিয়ে কেন তদন্ত হবে না, প্রশ্ন তুলেছেন কুণাল। তিনি জানান, যা ঘটেছে, আগে সেই নিয়ে তদন্ত হওয়া উচিত। বিয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কুণালের দাবি, তদন্তের জন্য নয়, তথ্য় ধামাচাপা দিতে সিবিআই-এর অপব্য়বহার করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক গোটা বিষয়টির।