প্রসঙ্গত, ১ থেকে ৬ সেপ্টেম্বর জেইই, ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার আয়োজন করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
কোভিড-১৯ পরিস্থিতিতে জেইই, নিট পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ স্বরূপ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ আগস্ট বিরোধী দলগুলি শাসিত রাজ্য়গুলির বৈঠক ডাকেন। সেখানে মমতা চলতি কোভিড-১৯ পরিস্থিতির উল্লেখ করে ফের ওই পরীক্ষাগুলি স্থগিত রাখতে চেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, সব রাজ্য সরকারের কাছে আমার এটাই আবেদন, আসুন, একসঙ্গে সুপ্রিম কোর্টে লড়াই করে যতদিন না পরিস্থিতি পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুকূল হয়,ততদিন আপাতত তা স্থগিত রাখা হোক।
এদিন ৫০ এর ওপর কংগ্রেস কর্মী, সমর্থকও দিল্লিতে শাস্ত্রী ভবনের বাইরে বিক্ষোভ দেখান। সেখানেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কার্য্যালয়। তাঁদের দাবি, কোভিড-১৯ সংক্রমণজনিহত পরিস্থিতিতে পিছতে হবে নিট ও জেইই (মেইন) পরীক্ষা। এইসব পরীক্ষা আয়োজনের মূল পরিচালনকারী সংস্থা এনটিএ ও কেন্দ্রীয় সরকার পরীক্ষাগুলি পূর্বঘোষিত দিনক্ষণ অনুসারে করতে অনড়। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ডাকেই পরীক্ষা পিছনোর দাবিতে অবস্থানে বসেন কংগ্রেস কর্মীরা। তিনি পড়ুয়াদেরও একজোট হয়ে পরীক্ষা স্থগিত রাখার দাবি করতে বলেছেন, ট্যুইট করেছেন, গোটা দেশের জোট বেঁধে পরীক্ষার্থীদের দাবি সমর্থন করা উচিত। আসুন, সরকারকে ছাত্রদের দাবি শুনতে বাধ্য করি।
Education Loan Information:
Calculate Education Loan EMI