কলকাতা: নিট (NEET) দুর্নীতি নিয়ে এখন তোলপাড় দেশ। সংসদে বিরোধীদের আক্রমণের সামনে শাসক দল। এই নিট নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA. নিট-কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে NTA-তে কতজন কর্মী রয়েছেন তা জানতে চেয়ে প্রশ্ন করছিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি। তারই উত্তর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাতেই উঠে এল NEET-এর মতো পরীক্ষা যে সংস্থা নেয়- সেই NTA-এর আদতে এখন কী পরিস্থিতি, কতজন  লোক নিয়ে এত বড় পরীক্ষাগুলি নেওয়ার কাজ চালায় এই সংস্থা। (NTA Manpower)


কী কী প্রশ্ন করেছিলেন ডিএমকে সাংসদ?
১. ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা NTA -তে কতজন স্থায়ী কর্মী রয়েছেন?
২. NTA-তে ডেপুটেশনে এবং চুক্তিভিক্তিক কর্মী কতজন রয়েছেন?
৩. NTA কোন কাজগুলি আউটসোর্স করে, কাদের সেই কাজ দেওয়া হয়, সেই সংস্থাগুলির বিষয়ে বিস্তারিত তথ্য


এর উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার জানান-


১. সেন্ট্রাল স্টাফিং স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকার NTA-এর DG কে নিয়োগ করে। NTA-তে ডেপুটেশনে এখন কাজ করছেন ২২ জন। এখন এই সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন ৩৯ জন। আউটসোর্সের হিসেব ধরলে - সেভাবে কর্মরত ১৩২ জন।                   


২. NEET পরীক্ষার গুরুত্ব বুঝে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে মসৃণ ভাবে কাজ চালানোর জন্য। একাধিক সংস্থাকে কাজে লাগানো হয়েছে যারা বায়োমেট্রিক নিতে পারে। তল্লাশি করতে পারে। সিসিটিভি নিয়ে নজরদারি করতে পারে। কোনওরকম প্রতারণা এড়াতে AI ব্যবহার করা হয়। এটা উল্লেখ করা প্রয়োজন, পরীক্ষার প্রশ্নপত্র তৈরির মতো বিষয়-সহ সমস্ত অভ্যন্তরীণ কাজ আউটসোর্স করা হয় না।                 


সম্প্রতি NEET- নিয়ে একাধিক অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলছে সিবিআই তদন্তও। ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। যাঁদের নম্বর নিয়ে প্রশ্ন ছিল, তাঁরা নতুন করে পরীক্ষা দিয়েছেন। সুপ্রিম কোর্টও একাধিক পর্যবেক্ষণ রেখেছে বিষয়টি নিয়ে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন, সমুদ্রে তলিয়ে যাবে কপিলমুনি আশ্রম?


Education Loan Information:

Calculate Education Loan EMI