NEET-NET Controversy: NEET থেকে NET বিতর্কে উত্তাল দেশ, পরীক্ষা-পদ্ধতি সংশোধনে প্রাক্তন ISRO প্রধানের নেতৃত্বে কমিটি কেন্দ্রের

NEET-NET Row: ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মপদ্ধতিতে সংশোধন ঘটাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Continues below advertisement

নয়াদিল্লি: প্রশ্নফাঁস থেকে কোটি কোটি টাকার লেনদেন। NEET থেকে NET পরীক্ষা ঘিরে ভূরি ভূরি অভিযোগ। সেই  প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্র। এই কাটাছেঁড়ার মধ্যেই পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে সংস্কার ঘটাতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল তারা। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংস্কার ঘটানো যেতে পারে, সেই নিয়ে মতামত জানাবে ওই কমিটিতে। আগামী দু'মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ওই কমিটি। (NEET-NET Controversy)

Continues below advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মপদ্ধতিতে সংশোধন ঘটাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বে ওই কমিটি গড়া হয়েছে। রাধাকৃষ্ণণএই মুহূর্তে IIT কানপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সনও। (NEET-NET Row)

কমিটির অন্য সদস্যরা হলেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের উপাচার্য বিজে রাও, IIT দিল্লির ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স আদিত্য মিত্তল, IIT মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক রামামূর্তি কে। পাশাপাশি, শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল, কর্মযোগী ভারতের বোর্ড সদস্য পঙ্কজ বনসলও রয়েছেন কমিটিতে। 

আরও পড়ুন: Sunita Williams: মসৃণ ছিল না যাত্রা, এখন ফিরতে গিয়েও বিপত্তি, মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস

কেন্দ্র জানিয়েছে, NTA-র পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংশোধন ঘটানো যায়, তথ্য় সংক্রান্ত নিরাপত্তা, পরীক্ষার সমগ্র পরিকাঠামোতে কী কী বদল আনা যেতে পারে, তা নিয়ে রিপোর্ট দেবে ওই কমিটি। শনিবার কেন্দ্রের তরফে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ আসছে, তার প্রেক্ষিতেই এই কমিটি।

Continues below advertisement
Sponsored Links by Taboola