ভুবনেশ্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে সোস্যাল মিডিয়ায় ঘৃণা-বিদ্বেষমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে ওড়িষার কটক জেলার এক ব্য়বসায়ীকে। বৃহস্পতিবার কটকের কুসুম্বি গ্রামের বাসিন্দা ৪২ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের একটি টিম। তাঁকে ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা) ধারায়ও অভিযুক্ত করা হয়েছে। তিনি সালিপুরে ছোটখাট ব্যবসা করেন। একটি সূত্রের খবর, শুধু মোদি, যোগী নন, লখনউয়ের কয়েকজন হিন্দু নেতা সম্পর্কেও সোস্যাল মিডিয়ায় তিনি আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

উত্তরপ্রদেশ পুলিশ স্থানীয় পুলিশের সাহায্য় চেয়েছিল, আমাদের লোকজন অভিযুক্তকে ধরতে তাদের প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন কটকের (সদর) পুলিশ সুপার যুগল কিশোর বানোথ।
উত্তরপ্রদেশের সিংঘাবালী থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের টিম ট্রানজিট রিমান্ডে নিতে চায় বলে জানিয়েছে ওড়িষা পুলিশ।