কাঠমাণ্ডু : কেপি শর্মা ওলির জায়গায় নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ভেসে উঠেছে সুশীলা কার্কির নাম। পদত্যাগী প্রধানমন্ত্রী ওলিই তাঁকে দেশের প্রধান বিচারপতি হিসাবে বেছে নিয়েছিলেন। যার জেরে ২০১৬ সালের ১১ জুলাই নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন সুশীলা কার্কি। নেপালের বিচার-ব্যবস্থায় এক নির্ভীক মুখ হিসাবে উঠে আসেন তিনি। প্রধান বিচারপতি হিসাবে এক বছরের মেয়াদে, দেশের কিছু মন্ত্রী এবং আমলার বিরুদ্ধে উল্লেখযোগ্য কিছু রায় ঘোষণা করেছিলেন। তবে, কার্কির জীবনের একটি অন্য দিক হল তাঁর স্বামী দুর্গা প্রসাদ সুবেদির অতীত। যিনি নেপালের প্রথম এবং একমাত্র বিমান হাইজ্যাকের ঘটনায় জড়িত ছিলেন। যে বিমানে ছিলেন সেই সময়ের বলিউডের বিখ্যাত অভিনেত্রী মালা সিনহা। সেই সময় নেপালি কংগ্রেসের যুব নেতা ছিলেন সুবেদি।

১৯৭৩ সালে রাজা মহেন্দ্রর শাসনকালে, নেপালের প্রথম বিমান হাইজ্যাকিংয়ের ঘটনায় জড়িত ছিলেন সুবেদি। বিরাটনগর থেকে কাঠমাণ্ডুগামী রয়্যাল নেপাল এয়ারলাইনের সেই বিমান হাইজ্যাক করা হয়েছিল ১৯৭৩ সালের ১০ জুন। তাতে ১৯ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ছিলেন বলিউডের অভিনেত্রী মালা সিনহা। যদিও, এই হাইজ্যাকের পিছনে কারণ ছিল, বিরাটনগরের ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকা সরানো হচ্ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার পরিকল্পনায় এই ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের তহবিল সংগ্রহ করা। সেই সময় সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া সুবেদি ছিলেন কৈরালার ঘনিষ্ঠ সহযোগীদের একজন। বিমানটিকে বিহারের ফোর্বসগঞ্জে অবতরণ করতে বাধ্য করা হয় এবং পরে গাড়িতে করে টাকা দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। সুবেদি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের পরে মুম্বাইতে গ্রেফতার করা হয় এবং দুই বছরের জন্য জেল খাটানো হয়। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল।

আজই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তার ঘোষণা হতে পারে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে যেতে পারে দেশের দায়িত্ব। সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শা। সূত্রের খবর, নেপালে অন্তর্বতী সরকারের মেয়াদ হবে ৬ মাস। দায়িত্ব নিতে তৈরি বলে জানিয়েছেন সুশীলা কার্কি। আজ জেন Z-র বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সেনার মধ্যস্থতায় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা আন্দোলনকারীদের।