দুবাই: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ৯৩ বল বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু টুর্নামেন্টে যে মহারণের দিকে সবাই তাকিয়ে, তা হল ভারত-পাকিস্তান দ্বৈরথ। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটো দল আমনে সামনে হতে চলেছে। কিন্তু অন্য়ান্যবার ভারত-পাকিস্তান ম্য়াচের যে চাহিদা দেখা যায়, এবার তা একেবারেই হচ্ছে না। ম্য়াচের দু দিন আগেও টিকিট বিক্রি হয়নি পুরো।

সাধারণত ভারত-পাকিস্তান ডুয়েলের জন্য যে টিকিট বিক্রি হয়, তা টিকিট বিক্রি শুরুর পরেই দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু এবার তা হচ্চে না। টাইমন অফ ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী এবারের ম্য়াচের টিকিটের দাম সর্বাধিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। ফলে দর্শকদেরও অনীহা দেখা দিচ্ছে। আমিরশাহি ক্রিকেট বোর্ডের তরফে সংবাদসংস্থা ANIকে এক সূত্র জানিয়েছেন, "ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট বিক্রির চাহিদা একেবারেই নেই। এখনও পর্যন্ত লোয়ার স্ট্যান্ডের টিকিট বিক্রি হলেও আপার ও টপ গিয়ারের টিকিট বিক্রি হচ্ছেই না। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও আমরা এই ম্য়াচের টিকিট দুবার উইন্ডো ওপেন করে বিক্রি করেছিলাম। ৪-৫ মিনিটের মধ্যেই পুরো টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু এবার পুরোটা উল্টো। আমাদের মনে হয় বিরাট ও রোহিতের অনুপস্থিতিই এর মূল কারণ হতে পারে।''

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জেতার পর রোহিত শর্মা এই ফর্ম্য়াট থেকে অবসর নেনএরপর থেকে সূর্যকুমারই এই ফর্ম্য়াটে দেশের নেতৃত্বভার সামলাচ্ছেনএখনও পর্যন্ত ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৯টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন। মাত্র ৪টি ম্য়াচে হারতে হয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে এই ফর্ম্য়াটেসূর্যকুমার পাকিস্তান ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে এসে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারত অধিনায়ক বলেন, ''আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বরের ম্য়াচের জন্য অপেক্ষা করছি। দলের প্রত্যেকে ভাল একটা ম্যাচ খেলতে চায়। সেই ম্য়াচে নিজেদের সেরাটা দিতে চায়। প্রত্যেক ম্য়াচেই জয় ছিনিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এখন।''

পাকিস্তানের বিরুদ্ধে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল। এবার রোহিত ও বিরাট নেই। উল্টোদিকে পাকিস্তান শিবিরেও নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মত তারকা ২ ব্যাটার।