নয়া দিল্লি: ফের বিতর্কে নেপাল। ভারতের উত্তরাখণ্ডের একটি অংশকে নিজেদের বলে দাবি করে সেই জায়গার ছবি সহ নতুন নোট ছাপাল নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট প্রকাশ করেছে, আর তা ঘিরেই তোলপাড়। তবে তারা বছর পাঁচেক আগে থেকে ভারতের ওই জায়গাটিকে নিজেদের বলে দাবি করে আসছিল। তখন নতুন মানচিত্রও প্রকাশ করেছিল। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। ফের সেই মানচিত্রের ছবি সহ নতুন নোট ছাপানোয় বিতর্ক দেখা দিয়েছে।

Continues below advertisement

বৃহস্পতিবার নেপালের তরফে ১০০ নেপালি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছে। নোটের উপরে রয়েছে নেপালের মানচিত্র। আর অবাক করা ঘটনা, সেখানেই ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, কেপি শর্মা ওলির সরকারের আমলে ২০২০ সালে নেপালের ওই মানচিত্রটি তৈরি হয়েছিল। নেপালের পার্লামেন্টও তাতে সায় দিয়েছিল। তার পরে গত বছরের মে মাসে নোটেও সেই বিতর্কিত মানচিত্র ছাপানো হয়েছিল।

ভারত সেই সময় নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। সংশোধিত মানচিত্রকে "একতরফা পদক্ষেপ" বলে অভিহিত করেছিল এবং কাঠমান্ডুকে সতর্ক করে দিয়েছিল যে আঞ্চলিক দাবির এই "কৃত্রিম সম্প্রসারণ" ভারতের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব বলেছেন যে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে, যদি এটি নিয়ে কোনও প্রশ্ন উত্থাপিত হয়, তবে ভারত কখনই তা সহ্য করবে না। তিনি বলেন, ভারত নেপাল সরকারকে স্পষ্টভাবে বলেছে যে নেপালের উচিত এমন কোনও পদক্ষেপ এবং প্রবণতা এড়ানো যা অপ্রয়োজনীয়ভাবে ভারত ও নেপালের সম্পর্কের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে পারে।                         

Continues below advertisement

সম্প্রতি নেপালে ওলি সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারও ওলি সরকারের সময়কার মানচিত্র বিতর্ক জিইয়ে রাখল। বৃহস্পতিবার যে নতুন ছাপানো হয়েছে তাতে সই রয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর।                                

এবিষয়ে নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের এক মুখপাত্রের দাবি, ১০০ নেপালি টাকার নোটে আগে থেকেই মানচিত্রটি রয়েছে। ১০০ নেপালি টাকার বাদে অন্য নোটগুলিতে যে তা নেই, সেটা উল্লেখ করেছেন তিনি।