কাঠমান্ডু : একবার দু'বার নয়, ২৫ বার এভারেস্টের চূড়া স্পর্শ করলেন তিনি। নিজের রেকর্ড ভাঙলেন নেপালি 'মাউন্টেন গাইড' কামি রিতা শেরপা। শুক্রবারই নতুন এই রেকর্ড স্পর্শ করেন তিনি।


কোভিডকালে সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল এভারেস্ট আরোহণ। একবার পাহাড়ে ওঠার ছাড়পত্র পেতেই আর দেরি করেননি তিনি। এভারেস্টের ডাকে ফের নেমে পড়েছেন পাহাড়ের পথে। নিরাস করেনি পাহাড়। এবারও এসেছে সাফল্য। জিনহুয়া সংবাদ সংস্থাকে নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর মীরা আচার্য জানিয়েছেন, সন্ধে ৬টার সময় এভারস্টের চূড়ায় পৌঁছে যান শেরপা। এই নিয়ে ২৫ বার এভারেস্ট জয় করলেন তিনি।


মূলত, পর্বতারোহীদের দড়ি বাঁধার কাজ করতেন কামি রিতা শেরপা। সেই থেকেই প্রতিবার ছুটে গিয়েছেন এভারেস্টের চূড়ায়। এবার তাঁর সঙ্গে ছিলেন আরও ১১ পর্বতারোহী। তবে চলতি মরশুমে কামি রিতাই প্রথম এভারেস্টের ৮,৮৪৮ মিটারের চূড়া জয় করলেন। ইতিমধ্যেই কামির এই সাফল্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে 'সেভেন সামিট ট্রেকস' নামের অভিযাত্রী দল। নেপালের ট্রেকিংয়ে অন্যতম পরিচিত নাম এই পর্বতারোহীদের সংস্থা। এখানে সিনিয়র পর্বতারোহীদের গাইড হিসাবে কাজ করেন কামি।


পর্বতারোহণের ইতিহাস বলছে, ১৯৯৪ সালে প্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছান কামি রিতা শেরপা। এরপর থেকে আর পিছনে তাকাননি তিনি। সেই মরশুমেই ফের এভারেস্ট জয় করেন কামি। ৫১ বছরেও কোনও বাধা দমাতে পারেনি তাঁকে। ২০১৯ সাল শেষ হওয়ার আগেই ২৪ বার এভারেস্টের চূড়ায় পৌঁছে যান তিনি।


কামির এই সাফল্যে গর্বিত 'সেভেন সামিট ট্রেকস'। জিংহুয়া সংবাদ সংস্থাকে 'সেভেন সামিট ট্রেকস'-এর চেয়ারপার্সন মিংমা শেরপা জানিয়েছেন, কোভিডকালে কামির এই বিজয় পর্বতারোহীদের উৎসাহ জোগাবে। গত বছরই এভারেস্টে যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন কামি। যদিও অভিযানে বাধা হয়ে দাঁড়ায় নেপাল সরকারের নিষেধাজ্ঞা। করোনার কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহে বন্ধ করে দেওয়া হয় পর্বত অভিযানের সব কাজ।


চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বের সঙ্গে সঙ্গে নেপালেও থাবা বসিয়েছে।যদিও নেপাল পর্যটন মন্ত্রক ৪০৮ জনকে পর্বত অভিযানের ছাড়পত্র দিয়েছে। সেই অনুমতি পেয়েই নিজের রেকর্ড ভেঙেছেন কামি। তবে শুধু এভারেস্ট নয়, বিশ্বের ৮০০০ মিটার উচ্চতার আরও অনেক পর্বতের চূড়ায় উঠেছেন তিনি। যার মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2-র নাম রয়েছে। এখানেই থেমে থাকেনি কামির বিজয়রথ। অন্নপূর্ণা পর্বতের চূড়ায় ওঠার সাফল্যও রয়েছে তাঁর নামে।