New IT Rules : ফেসবুকের ভার্চুয়াল উপস্থিতির অনুরোধ ফেরাল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের অনুরোধ ফেরাল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংস্থার কোভিড-বিধি মেনে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিটিংয়ের কথা বলেছিল ফেসবুক। কিন্তু কমিটি সেই আবেদনে সম্মতি দেয়নি।

Continues below advertisement

নয়া দিল্লি : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের অনুরোধ ফেরাল তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংস্থার কোভিড-বিধি মেনে সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিটিংয়ের কথা বলেছিল ফেসবুক। কিন্তু কংগ্রেস সাংসদ শশী তারুরু নেতৃত্বাধীন কমিটি সেই আবেদনে সম্মতি জানায়নি। এমনকী ফেসবুকের তরফে যেসব আধিকারিক মিটিংয়ে যোগ দিতে আসবেন, তাঁদের টিকাকরণের প্রস্তাবও দেওয়া হয় কমিটির তরফে। সংশ্লিষ্ট মিটিংয়ের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

Continues below advertisement

এর পাশাপাশি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া ও ইউটিউব, গুগলের মতো ওয়েব প্ল্যাটফর্মের প্রতিনিধিদেরও প্ল্যানেলের সামনে সশরীরে উপস্থিত থাকতে হবে। 

কমিটিকে ফেসবুকের তরফে জানানো হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে কোনও বৈঠকে আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকা যাবে না বলে সংস্থার তরফে নির্দেশিকা রয়েছে। তাই কোনও আধিকারিকের পক্ষে সশরীরে উপস্থিত থাকা সম্ভব নয়। তাই তাঁরা অনলাইনে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন বলে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। 

ফেসবুকের এই উত্তরের পর কড়া অবস্থান নিয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। কমিটির প্রত্যেক সদস্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অনলাইনে কোনও মিটিং করা যাবে না। ফেসবুকের আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকতে হবে। শুধু তাই নয়, ANI সূত্রে খবর, ফেসবুকের উত্তরের প্রেক্ষিতে এখন কমিটির চেয়ারম্যান ফেসবুকের সেইসব অফিসারের নাম চাইছেন যাঁরা মিটিংয়ে আসবেন। চেয়ারম্যান বলেছেন, ওইসব অফিসারকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে কমিটির তরফে। এছাড়া কমিটির সামনে আসার জন্য অনেক সময়ও দেওয়া হবে। এনিয়ে ফেসবুকের তরফে কোনও অফিসার মন্তব্য করতে চাননি।

গত শুক্রবার, একই ইস্যুতে ট্যুইটারের প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়েছিল। তাদের দুই অফিসার সশরীরে কমিটির সামনে উপস্থিত হয়। উল্লেখ্য, একাধিক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম দেশের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে, কিন্তু সরকারের তরফে যে নিয়ম তৈরি করা হয়েছে তা লঙ্ঘন করা হচ্ছে। এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে কমিটি। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে চিন্তিত কমিটি। 

Continues below advertisement
Sponsored Links by Taboola