অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে এবার আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। ভুটানে মৃত শূকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাস মেলার পর থেকেই তৎপর জেলা প্রশাসন। দু’দিনের মধ্যে ভূটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শূকরের টিকাকরণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। চলছে সতর্কতামূলক প্রচার।
একে করোনা, তারপর দোসর ব্ল্যাক ফাঙ্গাস। রাজ্য সহ সারা দেশের পরিস্থিত ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। তার সঙ্গে এবার আলিপুরদুয়ারে উদ্বেগ বাড়াল আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক। সূত্রের খবর, ২৫ মে, ভুটানে মৃত শূকরের দেহে আফ্রিকান সোয়াইন ফিবারের ভাইরাস মেলে। তারপর থেকেই তৎপর হয়েছে জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। দু’দিনের মধ্যে ভূটান সীমান্তের জয়গাঁওতে সমস্ত শূকরের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
কালচিনির প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের ব্লক আধিকারিক ধ্রুবময় দাস বলেন, ভূটান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে আফ্রিকান সোয়াইন হচ্ছে। ১০৫-১০৭ ডিগ্রি পর্যন্ত ভয়ঙ্কর জ্বর হতে পারে। সাথে ডাইরিয়া শুরু হলে ২৪-৪৮ ঘণ্টাক মধ্যে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা নেই। সূত্রের খবর, শনিবার থেকে জরুরি ভিত্তিতে জেলা প্রাণিসম্পদ উন্নয়ন দফতর ও জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যৌথ ভাবে শুয়োরের খামারগুলিতে ইমিউনিটি বুস্টার টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
জয়গাঁওর একাধিক জায়গায় শূকর পালন করা হয়। এলাকার অনেক মানুষের জীবন-জীবিকা নির্ভর করে এই শূকর পালনের উপরেই। করোনা আবহে নয়া আতঙ্ক। আর এই অবস্থায় ভীত সন্ত্রস্ত তাঁরা। জয়গাঁওর বাসিন্দা চতুর্ভূজ রাই বলেন, প্রতিবেশী দেশ থেকে সংক্রমণ যাতে এ রাজ্যে ছড়িয়ে না পড়ে, ভুটান সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় সতর্কতা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে প্রচার। খতিয়ে দেখা হচ্ছে খামারগুলোর পরিস্থিতি। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন বলেন, প্রাণীসম্পদ দফতরকে পাশে নিয়ে কাজ করছি, পরিদর্শন করছি। সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে জয়গাঁও থেকে অন্যত্র শূকর বা শূকরের মাংস বিক্রি আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন