পানাজি: নতুন বছর নিয়ে সব থেকে উত্তেজিত বোধহয় বলিউড তারকারা। বেশিরভাগই দেশের বাইরে, যাঁরা দেশে রয়েছেন, তাঁরাও এখন ফুল পার্টি মুডে। মালাইকা অরোরা ও তাঁর বোন অমৃতাও ব্যতিক্রম নন।

মালাইকা-অমৃতা দুই বোনেরই পার্টি সার্টি দারুণ পছন্দ। নতুন বছর স্বাগত জানাতে গোয়া চলে গিয়েছেন তাঁরা। অমৃতার সঙ্গে রয়েছেন তাঁর স্বামী সাকিল লাদাক। আর আছেন তাঁদের বান্ধবী কিম শর্মা।



তবে মালাইকার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড অর্জুন কপূরকে দেখা যায়নি।