ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস জানিয়েছে, দীপাবলী উপলক্ষ্যে দীপাবলী স্যুপ অ্যান্ড কিচেন নামে একটি উদ্যোগ নিয়েছে তারা। এর মাধ্যমে নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে ১০,০০০ গরম গরম ভারতীয় খাবার বিলি করা হয়েছে। দীপাবলী উপলক্ষ্যে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং পরম্পরা তুলে ধরতে এই পদক্ষেপ। নিউ ইয়র্কের ভারতীয় কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। ৩ দিন ধরে টাইমস স্কয়ারে ভার্চুয়ালি পালিত হবে আলোর উৎসব। ভারতীয় কনস্যুলেট জেনারেল এ ব্যাপারে বিস্তারিত তথ্য তাঁদের সরকারি ফেসবুক পেজে শেয়ার করেছেন। উপলক্ষ্য দীপাবলী, কমলা আলোয় রঙিন নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2020 10:45 AM (IST)
৩ দিন ধরে টাইমস স্কয়ারে ভার্চুয়ালি পালিত হবে আলোর উৎসব।
নিউ ইয়র্ক: দীপাবলীর রঙে সেজে উঠল আমেরিকার ঐতিহ্যমণ্ডিত এম্পায়ার স্টেট বিল্ডিং। আলোর উৎসবে তা রঙিন হয়ে উঠল কমলা রঙে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ম্যানহাটানের এই ঐতিহাসিক বহুতলকে কমলা রঙে সাজানোর ব্যবস্থা করে। টুইট করে দীপাবলীর শুভেচ্ছাও জানায় এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ।