অকল্যান্ড: শান্ত পরিবেশ। ঘণ্টা-শঙ্খধ্বনি। সংস্কৃত শ্লোক পাঠ করছেন পুরোহিত। গাড়ি থেকে নেমে হাত জোড় করে নমস্তে বললেন। জুতো খুলে ভক্তি সহকারে ঢুকে পড়লেন অকল্যান্ডের এক রাধাকৃষ্ণের মন্দিরে। তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেই ভিডিয়ো।


সর্ব-ধর্ম সমন্বয়ে বিশ্বাসী প্রধানমন্ত্রী মন্দিরে ঢোকার পরেই তাঁর কপালে টিকা পরিয়ে দেন পুরোহিত। হলুদ উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান। হাতে ফুল দেন। কিছুক্ষণ প্রার্থনা করেন আরডেন। অবিকল হিন্দুরা যে ধরনের রীতিনীতি মেনে মন্দিরে যান, একজন বিদেশি প্রধানমন্ত্রীর সেই ভক্তি দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা।
বরাবর জনপ্রিয় জাসিনডা। যে ভাবে তিনি দেশের করোনাভাইরাস অতিমারী পরিস্থিতি সামলাচ্ছেন তার প্রশংসায় মুখর অনেকে। এমনকী গত বছর মসজিদে সন্ত্রাসবাদী হামলার পর বেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। দক্ষ, জনপ্রিয় নেত্রী হিসেবেও তার বিশ্বজোড়া খ্যাতি।