নয়া দিল্লি: ওমিক্রনের দাপট কিছুটা স্তিমিত হয়েছে। কিন্তু পুরোপুরি কমেনি। এখনও বিশ্বের একাধিক দেশ নতুন করে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওমিক্রনেরও মিউটেশন হয়ে এসেছে নয়া আরেক রূপ। যা ছড়িয়ে পড়ছে ইউরোপে। এই প্রেক্ষাপটে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাফ জানান হয়েছে যে আগামী দিনে কোভিডের নয়া যে ভ্যারিয়েন্ট আসতে চলেছে তা আরও সংক্রমক এবং মারাত্মক হতে চলেছে।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অতিমারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যাক কেরখোভ বলেন যে, অতিমারী এখনও শেষ হয়নি। ভবিষ্যতে কোভিডের রূপগুলি ওমিক্রনের চেয়ে আরও বেশি মারাত্মক হবে। তিনি বলেন, "কোভিডের নয়া রূপ আরও সংক্রমণযোগ্য হবে।" তিনি আগাম সতর্কতা করে বলেছেন, পরবর্তী রূপটি আরও সহজেই অনাক্রম্যতা এড়াতে পারে। ভ্যাকসিনের বিরুদ্ধেও কম কার্যকর হবে।
প্রসঙ্গত, ওমিক্রনের সময় দেখা গিয়েছে, দুটি টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছে বেশিরভাগ। যদিও মৃত্যু অনেকটা রুখতে পারা গেছে বলে মত। কিন্তু যাঁদের অনাক্রমতা কম তাঁদের জন্য আগামী প্রজাতি আরও ভয়ঙ্কর হতে পারে। দেখা গিয়েছে যত সময় এগিয়েছে তত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা।
আরও পড়ুন, সংক্রমণ কমলেও রাজ্যের চিন্তা মৃত্যুহার; করোনা কোপে প্রাণহানি বৃদ্ধি
এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার। বাড়ল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৫৪ শতাংশ।