ভাঙড়: ভাঙড়ের সোনাপট্টিতে সোনার দোকানে ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ নৈশপ্রহরীকে ডাকাতরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ, গতকাল রাত ২টো নাগাদ বাজারে হানা দেয় ১২-১৫ জন সশস্ত্র দুষ্কৃতী। একটি সোনার দোকানের তালা ভাঙার সময় বাধা দেন বাজারের নৈশপ্রহরী সাহিদ আলি মোল্লা। তখন দুষ্কৃতীরা লাঠি আর বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। কর্তব্যরত পুলিশ কর্মী ও এক সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও আটকে রাখা হয়। এরপর পুলিশ বাহিনী এসে পৌঁছনোর আগেই গাড়িতে করে চম্পট দেয় ডাকাতরা।
গুরুতর জখম বছর ষাটের নৈশপ্রহরীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সকালে ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। দুষ্কৃতীদের সনাক্ত করা গিয়েছে বলে দাবি করেছেন তিনি।
ডাকাতিতে বাধা, ভাঙড়ে দুষ্কৃতীরা পিটিয়ে খুন করল বৃদ্ধ নৈশপ্রহরীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 09:27 AM (IST)
গুরুতর জখম বছর ষাটের নৈশপ্রহরীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -