নয়াদিল্লি: পলাতক আর্থিক অপরাধী আইনে হিরে ব্য়বসায়ী নীরব মোদির ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতিতে তদন্তকারী সংস্থাটি বলেছে, মুম্বইয়ের ওরলির সমুদ্র মহল ভবনে চারটি ফ্ল্যাট, আলিবাগে সমুদ্রের পাড়ে খামারবাড়ি, জমি, জয়শলমীরে একটি উইন্ড মিল, লন্ডনের একটি ফ্ল্যাট, সংযুক্ত আরব আমিরশাহিতে আবাসিক ফ্ল্যাট, শেয়ার, ব্যাঙ্ক ডিপোজিট সব মিলিয়ে এই প্রচুর পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
মুম্বইয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শাখার সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের জালিয়াতির ব্যাপারে ইডি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নীরব ও তাঁর আত্মীয় মেহুল চোকসি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে। মুম্বইয়ের বিশেষ আদালত ওই সম্পত্তি বাজেয়াপ্ত করতে গত ৮ জুন ইডি-কে ক্ষমতা দেয়। গত বছরের ৫ ডিসেম্বর ওই আদালতই নীরবকে পলাতক আর্থিক অপরাধী বলে ঘোষণা করে।
ইডি বলেছে, তারা ২০১৮র এফইও আইনের আওতায় ৩২৯.৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এপর্যন্ত বেআইনি আর্থিক লেনদেন আইনে (পিএমএলএ) নীরবের ২৩৪৮ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী এজেন্সি।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে লন্ডনে গ্রেফতার হওয়ার পর থেকে ব্রিটেনের এক জেলে আছেন নীরব। নিজেকে ভারতের প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন তিনি।
পলাতক আর্থিক অপরাধী আইনে নীরবের ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2020 08:20 PM (IST)
মুম্বইয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শাখার সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের জালিয়াতির ব্যাপারে ইডি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নীরব ও তাঁর আত্মীয় মেহুল চোকসি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -