নয়াদিল্লি: নির্ভয়া মামলার অন্যতম আসামী বিনয় শর্মা সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ২২ তারিখ সকাল ৭টায় বিনয় সহ ৪ অপরাধীর ফাঁসি হবে। মৃত্যু এড়ানোর মরিয়া চেষ্টায় বিনয় ফের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। আবেদন করেছে ২২ তারিখ ফাঁসি যেন না দেওয়া হয়। ৭ তারিখ আদালতে ফাঁসির দিন স্থির হওয়ার সময় জানানো হয়, চার অপরাধীর কারও কোনও আবেদন শীর্ষ আদালত বা রাষ্ট্রপতির বিচার চেয়ে পড়ে নেই, শাস্তি পুনর্বিবেচনার সব আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এরপর ফের শীর্ষ আদালতে আবেদন করেছে বিনয়। আর এক অপরাধী মুকেশের আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টে ফের আবেদন করবেন তিনি। ২০১২-র ১৬ ডিসেম্বর ২৩ বছরের এক ফিজিওথেরাপি ছাত্রীকে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ করে বিনয়, মুকেশ, অক্ষয়, পবন, রাম সিংহ এবং এক নাবালক। কদিন যমে মানুষে টানাটানির পর মারা যান ওই ছাত্রী। গোটা দেশে আলোড়ন তোলা এই ঘটনা পরিচিত হয় নির্ভয়া মামলা নামে। অন্যতম আসামী রাম সিংহের তিহার জেলে মৃত্যু হয়। অপরাধের সময় বয়স ১৮ না হওয়ায় কয়েক বছর পর মুক্তি পায় নাবালকটি।