নয়াদিল্লি: ২০১২ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২০ মার্চ, সময়টা নেহাত কম নয়। নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় ন্যায়বিচার পাওয়ার জন্য গোটা দেশকে এতদিন অপেক্ষা করতে হল। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও সেই সাজা বহাল থাকে। দোষী সাব্যস্তদের ক্ষমার আর্জিতেও সাড়া দেননি রাষ্ট্রপতি। কিন্তু আইনি জটিলতায় তিনবার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেও সাজা কার্যকর করা সম্ভব হয়নি। অবশেষে আজ ভোর সাড়ে পাঁচটায় তিহাড় জেলে চার অপরাধী বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংহের ফাঁসি হল। এতদিন মেয়ের উপর যারা নৃশংস অত্যাচার চালিয়েছিল তাদের সাজার দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছিলেন নির্ভয়ার বাবা-মা। অবশেষে তাঁদের লড়াই শেষ হল।
এর আগে তিনবার ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু, তিনবারই তা পিছিয়ে যায়। প্রথমে ঠিক হয়, ২২ জানুয়ারি ফাঁসিতে ঝোলানো হবে ৪ দোষীকে। এরপর মুকেশ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করলেও, আদালত তা খারিজ করে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ। ১৭ জানুয়ারি তা খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু আবার আদালতের রায়ে ফাঁসির দিন পিছিয়ে করা হয় ১ ফেব্রুয়ারি।
২৫ জানুয়ারি প্রাণভিক্ষার আর্জির বিরোধিতায় সুপ্রিম কোর্টে যায় মুকেশ। যদিও, সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ২৯ জানুয়ারি আবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করে অক্ষয়। ৩১ জানুয়ারি তা-ও খারিজ করে দেন বিচারপতি।
এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি জানায় এই দোষীরা। ফলে ১ ফেব্রুয়ারিও ফাঁসি কার্যকর হয়নি। ৩১ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি কার্যকরের ওপর স্থগিতাদেশ দেয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নিম্ন আদালত নির্দেশ দেয়, ৩ মার্চ নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসিতে ঝোলাতে হবে। কিন্তু, ২ মার্চ ফের ফাঁসিতে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরেও অপরাধীরা সাজা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটা আর কাজে লাগেনি।
সব খবর জানতে দেখুন লাইভ টিভি
https://bengali.abplive.com/live-tv
দীর্ঘ অপেক্ষা, আইনি জটিলতার অবসান, ফাঁসিতে ঝোলানো হল নির্ভয়ার চার ধর্ষককে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Mar 2020 06:28 AM (IST)
এর আগে তিনবার ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু, তিনবারই তা পিছিয়ে যায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -