মৃত্যুদণ্ড এড়ানোর জন্য এটাই ছিল বিনয়ের হাতে থাকা শেষ সুযোগ। তার আইনজীবী আদালতে দাবি করেন, রাষ্ট্রপতি বিনয়ের আবেদন খারিজ করার সময় জেলে তার ওপর যে নির্যাতন হয়েছে তা বিবেচনা করেননি। নির্যাতনের জেরে সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে পড়েছে, সে সংক্রান্ত কাগজপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়নি। কিন্তু সেই বক্তব্য খারিজ করে কেন্দ্র দাবি করে, মানসিকভাবে বিনয় যথেষ্ট সুস্থ। এ মাসের ১২ তারিখের একটি ডাক্তারি রিপোর্ট দাখিল করে তারা বলে, রিপোর্টে পরিষ্কার, বিনয় কোনও মানসিক রোগে ভুগছে না।
শুনানি চলাকালীন আজ আদালতে অজ্ঞান হয়ে পড়েন বিচারপতি আর ভানুমতী। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বিচারপতি প্রবল জ্বরে ভুগছেন, সেই অবস্থাতেই ওষুধ খেয়ে এজলাসে বসেছিলেন। চেম্বারে চিকিৎসকরা পরীক্ষা করছেন তাঁকে।
বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে রায়দান, বলা হয়েছে, পরে রায় জানানো হবে।