লন্ডন: ঋণের আসল ১০০ শতাংশ ফেরত নেওয়ার জন্য আবার ভারতীয় ব্যাঙ্কগুলির কাছে আবেদন জানালেন বিজয় মাল্য। তাঁকে ভারতে প্রত্যর্পণের জন্য ব্রিটিশ হাই কোর্টে যে মামলা চলছে তার শুনানির শেষে এ কথা বলেছেন তিনি।


জালিয়াতি ও ৯০০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে বিজয় মাল্যকে খুঁজছে ভারত। মাল্যর বক্তব্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই তাঁর সঙ্গে ঠিক ব্যবহার করছে না, তাঁর একই সম্পত্তি উভয় সংস্থারই লক্ষ্য। রয়্যাল কোর্টস অফ জাস্টিসের বাইরে দাঁড়িয়ে মাল্য বলেছেন, হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা ১০০ শতাংশ আসল ফেরত নিন, এখনই। ব্যাঙ্কগুলির অভিযোগের ভিত্তিতে ইডি সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে আমি কোনও অন্যায় করিনি যে এভাবে ইডি সুয়ো মোটো আমার সম্পত্তি বাজেয়াপ্ত করবে।

তাঁর বক্তব্য, আমি হাজারবার বলছি, যার যার টাকা পাওনা, দয়া করে নিয়ে নিন। কিন্তু ইডি বলছে না, তাদের নাকি ওই সম্পত্তির ওপর দাবি আছে। ইডি একদিকে আর ব্যাঙ্ক আর একদিকে, একই সম্পত্তির জন্য লড়ছে। বলেছেন তিনি। কবে ফিরবেন ভারতে? মাল্য বলেছেন, যেখানে তাঁর পরিবার, তাঁর স্বার্থ, সেখানেই তো থাকবেন তিনি। তবে সিবিআই আর ইডি ঠিকঠাক আচরণ করলে পরিস্থিতি বদলাতে পারে। গত ৪ বছর ধরে তারা তাঁর সঙ্গে যে ব্যবহার করছে তা পুরোপুরি অর্থহীন।

লন্ডন আদালতের দুই বিচারপতি শুনানির শেষে জানিয়েছেন, সব দিক বিবেচনা করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রায় দেবেন তাঁরা।