ফিরে এল নির্ভয়া-স্মৃতি, পুণেতে চলন্ত বাসে ধর্ষণ তরুণীকে

ওই তরুণীর অভিযোগ, বাস পরিষ্কার করা হবে এই বলে তাঁকে সিট নম্বর ১৫ থেকে ৫ গিয়ে বলতে বলা হয়। যে পরিষ্কার করছিল সেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণীকে বাস থেকে ছুড়ে ফেলা এবং খুনের হুমকিও দেওয়া হয়।

Continues below advertisement
পুণে: ফিরে এল নির্ভয়া কাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি। এবার পুণেতে চলন্ত বাসে ধর্ষণ করা হল তরুণীকে। অভিযোগ নাগপুর থেকে পুণে গামী বেসরকরি বাসে ধর্ষণ করা হয় তাঁকে। ওই তরুণীর অভিযোগ, বাস পরিষ্কার করা হবে এই বলে তাঁকে সিট নম্বর ১৫ থেকে ৫ গিয়ে বলতে বলা হয়। যে পরিষ্কার করছিল সেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণীকে বাস থেকে ছুড়ে ফেলা এবং খুনের হুমকিও দেওয়া হয়। নামজাদা পরিবহন সংস্থার বাসে ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুণের ওয়াসিম জেলায় ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা। পুণের রাজনাগাঁও থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগ স্থানান্তর করা হয় মালেগাঁও থানায়। ওই বাস পুণে থেকে আটক করেছে মালেগাঁও পুলিশ। যদিও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ২০১২-র ১৬ ডিসেম্বরের অভিশপ্ত রাত। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়া। দীর্ঘ ৭ বছর ৩ মাসের আইনি লড়াইয়ের পর দিল্লির তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝোলানো হয় ৪ দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিংকে। অভিযুক্ত বাসচালক রাম সিংহ জেলের ভিতর আগেই আত্মঘাতী হয়েছে। অভিযুক্ত নাবালক ৩ বছর সংশোধনাগারে থাকার পর মুক্তি পেয়েছে। অপরাধের ৭ বছর ৩ মাস পর ফাঁসি হল নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্বস্তি পায় পরিবার। গত ২০ মার্চ ফাঁসি হয় অভিযুক্তদের।
Continues below advertisement
Sponsored Links by Taboola