নয়াদিল্লি: নির্ভয়া মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল কেন্দ্র। দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীকে আলাদা আলাদাভাবে ফাঁসি দেওয়া যাবে না। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কেন্দ্রের আবেদনের ওপর আজ সুপ্রিম কোর্ট ৪ অপরাধীর প্রতি নোটিশ জারি করল।


৭ তারিখের শুনানিতে আদালত ৪ মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামী মুকেশ সিংহ, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও পবন গুপ্তকে আলাদা আলাদাভাবে ফাঁসি দেওয়া নিয়ে নোটিশ জারি করে। আদালত আরও বলে, এ ব্যাপারে হাইকোর্ট যে ১ সপ্তাহ সময় দেয় তা ১১ তারিখ শেষ হচ্ছে, তাই ওদিন হবে এই মামলার শুনানি। দিল্লি হাইকোর্ট বলেছিল, ৪ দোষীকে তাদের সব আইনি বিকল্প নির্ধারিত ওই ১ সপ্তাহের মধ্যে কাজে লাগাতে হবে। আজ সপ্তাহের শেষ দিন।

কেন্দ্রীয় সরকার আবেদন করেছিল, ৪ অপরাধীর আলাদাভাবে ফাঁসি দিতে হবে। সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। দিল্লি প্রিজন ম্যানুয়াল উল্লেখ করে তারা বলে, ৪ জনকে এক সঙ্গেই ফাঁসি দিতে হবে, আলাদা করে নয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি গত শুনানিতে কেন্দ্রীয় সরকার বলেছে, নির্ভয়া মামলায় অপরাধীদের সাজা দেখার প্রতীক্ষায় উদগ্রীব দেশবাসীর ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে।