নয়াদিল্লি: ২২ তারিখ তাঁর ছেলের ফাঁসি। ভেঙে পড়েছেন নির্ভয়া খুনের অন্যতম অপরাধী মুকেশের মা। তাঁর দাবি, তাঁর ছেলে গরিব, তাই ফাঁসানো হয়েছে তাকে।
২২ তারিখ সকাল সাতটায় নির্ভয়া কাণ্ডের ৪ আসামী মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিংহ ও পবন গুপ্তের ফাঁসি হবে বলে ঘোষণা করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। এর আগে অবধারিত মৃত্যু এড়ানোর মরিয়া চেষ্টায় মুকেশ ও বিনয় বলে, শীর্ষ আদালতে ফাঁসির বিরুদ্ধে আবেদন করবে তারা। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির ছিল অপরাধীরা। আদালতে এম এল শর্মা নামে জনৈক আইনজীবী বলেন, তিনি মুকেশের হয়ে লড়ছেন। তখন মুকেশের হয়ে আদালত নিযুক্ত আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন বলেন, শর্মার মুকেশের হয়ে লড়ার অধিকার নেই। এই সব বাদানুবাদের পর আদালত বলে, সাড়ে তিনটের সময় রায় দেওয়া হবে।
সাড়ে তিনটের সময় কাঁদতে কাঁদতে এজলাসে প্রবেশ করেন মুকেশের মা। আদালতের কাছে দয়াভিক্ষা করেন তিনি। কিন্তু তাঁর অনুরোধে কান দেননি বিচারক, ফাঁসির দিনক্ষণ শুনিয়ে দেওয়া হয়। পরে আদালতের বাইরে মুকেশের মা বলেন, তাঁর ছেলে গরিব তাই এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে। নির্ভয়ার বাবা মা অবশ্য এতদিনে তৃপ্তি পেয়েছেন, জানিয়েছেন, অবশেষে বিচার পেতে চলেছেন তাঁরা।
নির্ভয়া: আমার ছেলে গরিব, তাকে ফাঁসানো হয়েছে, ফাঁসির দিন ঘোষণার পর বললেন মুকেশের মা
ABP Ananda, Web Desk
Updated at:
07 Jan 2020 09:54 PM (IST)
সাড়ে তিনটের সময় কাঁদতে কাঁদতে এজলাসে প্রবেশ করেন মুকেশের মা। আদালতের কাছে দয়াভিক্ষা করেন তিনি। কিন্তু তাঁর অনুরোধে কান দেননি বিচারক, ফাঁসির দিনক্ষণ শুনিয়ে দেওয়া হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -