কোচবিহারে মাকে কুপিয়ে খুন, অভিযোগ মেয়ের বিরুদ্ধে
Webdesk, ABP Ananda | 07 Jan 2020 07:26 PM (IST)
মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় । এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মহিলার মানসিক সমস্যা রয়েছে।
কোচবিহার: মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় । এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মহিলার মানসিক সমস্যা রয়েছে। সোমবার রাতে অস্বাভাবিক আচরণ করায় তাঁকে বেঁধে রাখা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, মাঝেমধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন ওই মহিলা। গতকালও একই আচরণ করায় তাঁকে বেঁধে রাখা হয়েছিল। এরপর সকালে অভিযুক্ত মহিলার ছেলে তাঁর বাঁধন খুলে দেয়। এরপর তিনি আচমকাই দা দিয়ে তাঁর নিজের মাকে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ় মায়ের। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মহিলার মানসিক সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মেডিক্যাল পরীক্ষা করা হবে। মহিলাকে পরীক্ষার জন্য চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে।