নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব নিয়ে আজ লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বতন UPA সরকার একদশক নষ্ট করেছে বলে দাবি করলেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃতিত্ব তুলে ধরতে গিয়ে নির্মলা জানালেন, হচ্ছে-হবেতে বিশ্বাস করে না বর্তমান সরকার। কাজে করে দেখিয়ে দিয়েছে।(Nirmala Sitharaman)
মণিপুর হিংসা নিয়ে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। বৃহস্পতিবার, আলোচনার তৃতীয় দিনে তা নিয়ে জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে এদিন সংসদে বক্তৃতা করেন নির্মলা। সেখানেই পূর্বতন UPA সরকার এবং বিরোধীদের নিশানা করেন তিনি। (No Confidence Motion)
এদিন লোকসভায় নির্মলা যা বলেন-
১) মোদি সরকারের কৃতিত্ব গোনাতে গিয়ে নির্মলা বলেন, "UPA-র কোনও বিশ্বাসযোগ্যতাই ছিল না। নাম শুনলেই দুর্নীতি এবং স্বজনপোষণের কথা স্মরণ করেন মানুষ। তাই বিরোধী জোটের নাম পাল্টে INDIA করতে হয়েছে। একটি গোটা দশক নষ্ট করেছে UPA. যে সঙ্কট তৈরি করে গিয়েছিল তারা, বর্তমান সরকার তার সংস্কার করেছে। NDA সরকারের আমলেই সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে, নীচে নেমে গিয়েছে মুদ্রাস্ফীতি।"
২) বিরোধীদের জোট নিয়েও এদিন কটাক্ষ ছুড়ে দেন নির্মলা। তিনি বলেন, "অদ্ভুত সমীকরণ বিরোধীদের মধ্যে। পঞ্জাবে কংগ্রে-বিজেপি পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। পশ্চিমবঙ্গে পরস্পরের বিরুদ্ধে লড়ছে তৃণমূল-বাং এবং কংগ্রেস। কেরলে কংগ্রেস এবং বামেরা লড়ছে। জম্মু ও কাশ্মীরে ন্য়াশনাল কনফারেন্স এবং পিডিপি-র মধ্যে লড়াউ চলছে। ২০১৪ এবং ২০১৯ সালে UPA-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন মানুষ। তাদের পরাজিত করেন। ২০২৪ সালেও তার পুনরাবৃত্তি ঘটবে। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, UPA-র নাম পাল্টানোর দরকার কী ছিল? অসম্ভব ভাল ঐক্য রয়েছে। একসঙ্গে লড়াই করছেন, না পরস্পরের বিরুদ্ধে লড়ছেন, বোঝা মুশকিল।"
৩) মোদি সরকার প্রতিশ্রুতি নয়, কাজে করে দেখানোয় বিশ্বাস করে বলেও দাবি করেন নির্মলা। তিনি বলেন, "কাজের মাধ্যমেই পরিবর্তন আসে। শুধু বড় বড় বুলিতে কাজ হয় না। আপনারা মানুষকে স্বপ্ন দেখান। আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাই। তুষ্টিকরণ নয়, সকলের হাত মজবুত করায় বিশ্বাস করি আমরা।"
৪) মূল্যবৃদ্ধই নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করে আসছেন বিরোধীরা। কিন্তু এদিন নির্মলা বলেন, "ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন এখনও পর্যন্ত রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ৮ লক্ষ ৮৪ হাজার ৬১২ কেজি টমেটো সরবরাহ করেছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়ানো হবে। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের মতো রাজ্যে পাইকারি বাজারে টমেটোর দামও ইতিমধ্যে ১০০-র নীচে নামতে শুরু করেছে।"
এদিন নির্মলার বক্তৃতা চলাকালীন লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং ডিএমকে-র নেতারা ওয়াকআউট করেন।
আরও পড়ুন: Rajya Sabha: নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ প্রধান বিচারপতি! রাজ্যসভায় নয়া বিল আনছে কেন্দ্র