নয়া দিল্লি : নতুন আয়কর পোর্টালে ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইনফোসিসের প্রধান সলিল পারেখ ও সিনিয়র এক্সিকিউটিভ প্রবীণ রাও বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই অসন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, আয়কর পোর্টাল আরও ব্যবহারকারী-বান্ধব করার জন্য কাজ করুন। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
নতুন পোর্টালে স্টেকহোল্ডাররা যে সমস্যার মুখে পড়ছেন তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সময় নষ্ট না করে যাবতীয় সমস্যার সমাধান ও পরিষেবার উন্নতি করতে বলা হয়েছে। এর পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোগগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। কারণ, এটি আয়করদাতাদের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
এদিকে ত্রুটির বিষয়টি স্বীকার করে নেন ইনফোসিসের প্রতিনিধিরা। তাঁদের তরফে জানানো হয়েছে, স্টেকহোল্ডাররা যে বিষয়গুলি তুলেছেন, তার সমাধানে কী করা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন তাঁরা। তাঁরা জানান, সংস্থার তরফে যান্ত্রিক ত্রুটি কাটানোর চেষ্টা করা হচ্ছে। কিছু সমস্যার ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। বাকিগুলি নিয়ে কাজ করছে ইনফোসিস।
সম্প্রতি চালু হয়েছে আয়কর দফতরের নতুন ই-ফাইলিং ওয়েবসাইট। যা নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকে। এনিয়ে প্রথমে ট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই ট্যুইট ওই সিস্টেম-নির্মাণকারী সংস্থা ইনফোসিস ও তার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নীলেকানিকে ট্যাগ করেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, নতুন ওয়েব পোর্টালে করদাতারা সক্রিয়ভাবে নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবেন। নিজেদের আয়, সম্পত্তি, ব্যবসা/পেশা- যেগুলি ITR এর প্রি-ফাইলিংয়ের জন্য ব্যবহার করা যাবে।
ইনকাম ট্যাক্স ফাইলিং সিস্টেম ৬৩ দিন থেকে একদিনে কমিয়ে আনার জন্য ২০১৯ সালে ইনফোসিসকে বরাত দেওয়া হয়েছিল। তাতে রিফান্ডের প্রক্রিয়াও সহজসাধ্য করার কথা বলা হয়। বেঙ্গালুরুতে সদর দফতর রয়েছে ইনফোসিসের। তারা সরকারের GST নেটওয়ার্ক পোর্টালও ডেভেলপ করেছে। এই পোর্টালে GST-র পেমেন্ট এবং রিটার্ন ফাইল করা যায়।
ট্যাক্স ফাইলিং ওয়েবসাইটের নতুন URL- https://www.incometaxindiaefiling.gov.in/home । এর আগে দীর্ঘদিন ছিল- http://incometaxindiaefiling.gov.in-এই URL।