কলকাতা: কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অর্থাৎ, শুক্রবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভয় পাওয়ার কিছু নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ না থাকলেও ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাস্প। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। তবে দীপাবলির আগে, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার ভালই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের আশ্বাস, রবিবার কালীপুজোর দিন, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে কালীপুজোর ঠিক মুখে এই বৃষ্টি বাজির বাজারের ক্ষেত্রে কিছুটা ধাক্কা তো বটেই।