জয়পুর: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেলল বাংলা৷ বাংলার ৪৬৬ রানের জবাবে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪১০ রানে৷ উমঙ্গ শর্মার (১৩৬) শতরান এবং সরফরাজ খানের (৮৫) অসাধারণ ইনিংসও উত্তরপ্রদেশকে বাঁচাতে পারেনি। প্রথম ইনিংসে ৫৬ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়ার পর তৃতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ বিনা উইকেটে ৩০। বাংলা এগিয়ে ৮৬ রানে। রবিবার খেলার শেষ দিন।

দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১২৬। তৃতীয় দিনের শুরু থেকেই ভাল ব্যাটিং করছিলেন সরফরাজ ও উমঙ্গ। ১৮৮ রানের মাথায় দিনের প্রথম উইকেট নেন সায়নশেখর মন্ডল। তাঁর বলে অভিমন্যু ঈশ্বরণের হাতে ধরা পড়েন সরফরাজ। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। ৩২১ রানের মধ্যে সাত উইকেট পড়ে যায়। সেই পরিস্থিতিতে রুখে দাঁড়ান কুলদীপ যাদব (৬৩). পিযুষ চাওলা (৩৪) ও ইমতিয়াজ আহমেদ (২৬)। বাংলার হয়ে আমির গনি ৩ উইকেট নেন।