রাঁচি: ‘প্রায় প্রত্যেকদিন ৪ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকছে রাঁচি’- এই অভিযোগ ধোনি পত্নী সাক্ষী সিংহ রাওয়াতের। বর্তমানে রাঁচিতে নিজের বাড়িতে সস্ত্রীক রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আর সেখানে নাকি রোজই বিদ্যুৎ থাকছে না দিনের অনেকটা সময়! বৃহস্পতিবার একটি ট্যুইটে সাক্ষী লেখেন, ‘রাঁচির মানুষ রোজ অন্তত ৪ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন কাটায়। আজ, ১৯ সেপ্টেম্বর এখানে ৫ ঘণ্টা হল কোনও বিদ্যুৎ সংযোগ নেই। আজ কোনও বিশেষ অনুষ্ঠান নেই, কোনও প্রাকৃতিক দুর্যোগও ঘটেনি। সুতরাং বিদ্যুৎহীন থাকার কোনও কারণই নেই। আশা করি প্রশাসন এর ব্যবস্থা নেবে।’ সাক্ষী-র এই ট্যুইট ২৪০০-র বেশি মানুষ লাইক করেন। অনেকে আবার মুখ্যমন্ত্রী-সহ অনেককে ট্যুইটটি ট্যাগ করেন।অনেকে আবার রিট্যুইট করে লেখেন, ‘সত্যিই এটা রাঁচির রোজকার সমস্যার মধ্যে অন্যতম।’ জানুয়ারির প্রথম সপ্তাহেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২০১৬ সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেছিলেন, ২০১৯ সালের মধ্যে পাওয়ার হাব হয়ে উঠবে রাঁচি।