নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-যোগ সংক্রান্ত ন্যাশনাল নারকোটিকস ব্যুরো (এনসিবি)-র তদন্তে বলিউডের কয়েকজন তারকার নাম উঠে এসেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এরইমধ্যে পরিচালক কর্ণ জোহরের পোস্ট করা একটি পার্টির ভিডিও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভিডিওটি গত বছরের। সোশ্যাল মিডিয়ায় জোহরের পোস্ট করা ভিডিওটি 'ড্রাগ-পার্টি'-র বলে কোনও কোনও মহলে অভিযোগ। এরইমধ্যে এনসিবি জানিয়ে দিয়েছে যে, জোহরের পোস্ট করা তথাকথিত 'ড্রাগ পার্টি' নিয়ে কোনও তদন্ত করা হচ্ছে না। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, তাদের মাদক সংক্রান্ত তদন্তের অভিমুখ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে।
২০১৯-র ২৮ জুলাইয়ে জোহরের পোস্ট করা ভিডিওতে তাঁর বাড়িতে আয়োজিত পার্টিতে দীপিকা পাড়ুকোন, অর্জুন কপূর, মালাইকা অরোরা, শাহিদ কপূর, রণবীর কপূর, ভিকি কৌশলের মতো বলিউড তারকাদের দেখা গিয়েছে।
পরে শিরোমণি অকালি দল বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা সেলিব্রিটিদের মাদক সেবনের ঘটনায় জড়িত থাকার বিষয়ে তদন্ত দাবি করেন।
শনিবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এনসিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন জানিয়েছেন, ওই পার্টির ভিডিও নিয়ে জোহরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর কোনও পরিকল্পনা নেই। কারণ, এই মামলায় সঙ্গে ওই ভিডিও-র কোনও যোগ নেই।
এর আগে জল্পনা তৈরি হয়েছিল যে, জোহরকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে এনসিবি। যদিও জৈন সাফ জানিয়ে দিয়েছেন, এই মামলায় নতুন করে কোনও চলচ্চিত্র তারকা সমন পাঠানো হয়নি।
শনিবার দীপিকা, শ্রদ্ধা ও সারাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। জোহরের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশনের প্রাক্তন আধিকারিক ক্ষীতিজী রবিপ্রসাদকে এনসিবি গ্রেফতার করে। জৈন জানিয়েছেন, এখনও পর্যন্ত সুশান্তর মৃত্যু সংক্রান্ত তদন্তের ঘটনায় ১৮-১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে যোগ নেই,কর্ণ জোহরের বাড়ির পার্টির ভিডিও নিয়ে তদন্ত হচ্ছে না,জানাল এনসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2020 10:24 AM (IST)
এরইমধ্যে এনসিবি জানিয়ে দিয়েছে যে, জোহরের পোস্ট করা তথাকথিত 'ড্রাগ পার্টি' নিয়ে কোনও তদন্ত করা হচ্ছে না। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, তাদের মাদক সংক্রান্ত তদন্তের অভিমুখ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -