কলকাতা: নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনা। লরির ধাক্কায় স্কুটার আরোহী প্রেমিক-প্রেমিকার মৃত্যু।


বরানগরের বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী দীপায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে সামনের বছর বিয়ে হওয়ার কথা ছিল বিরাটির বাসিন্দা মেধা পালের। মেধা বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। লকডাউনে বাড়ি ফেরেন।


পরিবারের দাবি, প্রতি শনিবার আউটিংয়ে যেতেন তাঁরা। গতকাল সল্টলেক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার পথে, একটি লরি তাঁদের স্কুটারের পিছনে ধাক্কা মারে।


গুরুতর জখম অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক লরির হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।