নয়াদিল্লি: রাহুল গাঁধীর ধর্ষণ সংক্রান্ত মন্তব্য ঘিরে প্রবল শোরগোলের মধ্যেই তাঁর হয়ে সওয়াল করলেন শশী তারুর। বিজেপি রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে সংসদ উত্তাল করে তুলেছে আজ। গতকাল ঝাড়খন্ডে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি পরিণত হয়েছে ‘রেপ ইন ইন্ডিয়া’য়।
সম্প্রতি হায়দরাবাদে মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ, হত্যা, দেহ পুড়িয়ে দেওয়া সহ একাধিক নারীধর্ষণের প্রেক্ষিতে রাহুলের মন্তব্যকে ইস্যু করে সংসদের দুই কক্ষেই বিজেপি এমপিরা দাবি করেন, কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে হবে এজন্য। শোরগোল চরমে পৌঁছলে সভা পুরোপুরি অচল হয়ে পড়ে।
রাহুল পরে সংসদের বাইরে ক্ষমা প্রার্থনার দাবি খারিজ করে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের জেরে উত্তরপূর্ব জ্বলছে। এনিয়ে দেশব্যাপী ক্ষোভ, অসন্তোষ, প্রতিবাদ চলছে। তা থেকে মানুষের নজর ঘোরানোর ‘কৌশল’ নিয়েছে বিজেপি। তাঁর পাশে দাঁড়িয়ে তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ তারুর সংসদের বাইরে বলেন, রাহুল গাঁধীর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি পরিস্থিতির ওপর খুবই মামুলি মন্তব্য করেছেন। রাহুলও জানিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না, উল্টে প্রধানমন্ত্রী মোদীই ইউপিএ শাসনে দিল্লি ‘ধর্ষণ রাজধানী’ হয়ে উঠেছে বলেছিলেন বলে অভিযোগ করে দাবি করেছেন, উনিই ক্ষমা চান।
মামুলি মন্তব্য করেছেন, রাহুলের ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে সওয়াল তারুরের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Dec 2019 06:21 PM (IST)
সম্প্রতি হায়দরাবাদে মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ, হত্যা, দেহ পুড়িয়ে দেওয়া সহ একাধিক নারীধর্ষণের প্রেক্ষিতে রাহুলের মন্তব্যকে ইস্যু করে সংসদের দুই কক্ষেই বিজেপি এমপিরা দাবি করেন, কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে হবে এজন্য। শোরগোল চরমে পৌঁছলে সভা পুরোপুরি অচল হয়ে পড়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -