নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) গতকাল মুখোশধারী হামলাকারীদের সন্ত্রাসে একাধিক পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ। লাঠিসোটা, হকি স্টিক, বড় হাতুড়ি নিয়ে চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ মাথায় আঘাত পান। আহত হন আরও অনেকে। বাম ছাত্র গোষ্ঠী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবি, হামলাকারীরা আরএসএস-বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির লোকজন। পাল্টা বাম ছাত্রদের হামলার জন্য দায়ী করেছে এবিভিপি। শাসক শিবিরের নেতারা অতীতে, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতেও জেএনইউয়ের ‘টুকড়ে টুকড়ে’ গ্যাং বা বাহিনীর দিকে আঙুল তুলেছেন।
গতকালই ঘটনার নিন্দা করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুজনেই জেএনইউয়ের প্রাক্তনী। আজ জয়শঙ্করকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, আমি নিশ্চিত ভাবে বলতে পারি, যখন আমি জেএনইউয়ে পড়তাম, তখন ওখানে কোনও টুকড়ে টুকড়ে বাহিনী দেখিনি।
তিনি বলেছেন, জেএনইউয়ে কী ঘটছে, ছবিতেই দেখেছি। দ্ব্যর্থহীন ভাষায় হিংসার নিন্দা করছি। এটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতির পরিপন্থী।
পাশাপাশি কেন্দ্রের বর্তমান সরকারের অতীতের নানা সমস্যা সমাধানে ‘আগের তুলনায় আলস্য কম’ বলে মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, অতীতে আমাদের যতটা ছিল, তার চেয়ে এখন সরকার চালানোয় আলস্য কম। আমরা দৃঢ় মানসিকতা ও সমাধানের মনোভাব নিয়ে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছি। আমরা বলছি না, সমস্যাগুলিকে ভবিষ্যতের জন্য তুলে রাখা হোক।
তিনি আরও বলেন, আজ আমরা যা করছি, সেসব অতীতের সমাধান না করা বিভিন্ন সমস্যারই ফল। নাগরিকত্ব ইস্যুটা দেখুন, যার সূত্রপাত ৫০ বছর আগে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্কটা ৭০ বছরের। অযোধ্যা ইস্যু। আমরা এগুলি চিরতরে সমাধান করতে চেয়েছি।
চিনের নমুনা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, চিনের সাফল্যের কাহিনির দিকে তাকানো উচিত আমাদের। এই চিন গোটা দুনিয়াকে বেশি প্রভাবিত করবে, চিনের ভাবনাচিন্তা বোঝাটা জরুরি। সেখানে একজন নেতার সঙ্গে আরেকজনের ভাবনাচিন্তার বোঝাপড়া আছে। চিনের থেকে সবচেয়ে বড় শেখার ব্যাপার হল, একটা সমাজের বর্তমান সমস্যাগুলি পাকাপাকি মীমাংসা করার ইচ্ছা, মনোভাব না থাকলে দুনিয়ায় সে উপরে উঠতে পারে না।
আমি জেএনইউয়ে পড়ার সময় কোনও ‘টুকড়ে টুকড়ে’ বাহিনী ছিল না, বললেন জয়শঙ্কর
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2020 09:25 PM (IST)
পাশাপাশি কেন্দ্রের বর্তমান সরকারের অতীতের নানা সমস্যা সমাধানে ‘আগের তুলনায় আলস্য কম’ বলে মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, অতীতে আমাদের যতটা ছিল, তার চেয়ে এখন সরকার চালানোয় আলস্য কম। আমরা দৃঢ় মানসিকতা ও সমাধানের মনোভাব নিয়ে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছি। আমরা বলছি না, সমস্যাগুলিকে ভবিষ্যতের জন্য তুলে রাখা হোক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -