চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান আবার বলেন, চিন ভারতের কাছে স্পষ্ট প্রতিবাদ জানিয়ে দাবি করেছে, তারা যেন প্রাসঙ্গিক চুক্তির প্রতি আন্তরিক থেকে তা মেনে চলে এবং তাদের সামনের সারির জওয়ানদের সংযত রাখে। তারা যেন কোনওভাবেই সীমান্ত না পেরয়।
গত ৫ সপ্তাহ ধরে গালোয়ান উপত্যতায় সংঘাতের মেজাজে পরস্পরের মুখোমুখি হয়ে রয়েছেন ভারত, চিনের সেনাবাহিনী। যদিও পাশাপাশি উত্তেজনা কমানোর প্রক্রিয়াও সমান তালে চলছিল বলে শোনা গিয়েছিল সম্প্রতি। পূর্ব লাদাখে সীমান্ত নিয়ে দুদেশের উত্তেজনা মাথাচাড়া দেওয়ার মধ্যেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর গতকাল সংঘর্ষ হয় দুই বাহিনীর। গালোয়ান থেকে দুপক্ষই বাহিনী সরাতে শুরু করেছে বলে সম্প্রতি জানান সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। তার দিনকয়েক বাদেই ঘটল এমন ঘটনা।
ভারতীয় সেনাবাহিনীর জনৈক মুখপাত্র বলেছেন, গালোয়ান উপত্যকায় উত্তেজনা হ্রাসের প্রক্রিয়ার মধ্যেই গতকাল রাতে প্রচণ্ড সংঘর্ষ হয়। যার ফলে মৃত্যুও হয়েছে। ভারতীয় তরফে নিহতদের মধ্যে এক সেনা অফিসার, দুই জওয়ান আছেন। দুপক্ষের ওপর মহলের অফিসাররা উত্তেজনা প্রশমনে ওখানে আলোচনায় বসেছেন।