নয়ডা: অর্ডার দেওয়া পণ্য ডেলিভারি করতে এসে মহিলাকে ধর্ষণ! হ্যাঁ, এমনই মারাত্মক অভিযোগ উঠেছে একটি নামী বিপণন সংস্থার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ৭ অক্টোবর অর্ডার করা পণ্য ডেলিভারি করতে এসে তাঁকে অচৈতন্য করে ধর্ষণ করে ডেলিভারি বয়। যদিও পরে তিনি তাঁর এই অভিযোগ তুলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এমনকি পুলিশ তাঁকে বয়ান রেকর্ড করার কথা বললেও তিনি তা অস্বীকার করেন।
নয়ডা শহরের সুপারিনটেডেন্ট অব পুলিশ বীনিত জয়সওয়াল জানিয়েছেন, “পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। অভিযুক্ত জানিয়েছে, পণ্য ডেলিভার করতে গিয়ে ওই মহিলার সঙ্গে বচসা হয়।” তবে ধর্ষণের কথা অস্বীকার করেছে ওই ডেলিভারি বয়। বীনিত জয়সওয়াল আরও বলেন, অভিযোগকারিনী মেডিক্যাল পরীক্ষা করতে অস্বীকার করেছেন এবং কোনও রকম বয়ানও তিনি রেকর্ড করবেন না বলে জানিয়েছেন। অভিযোগকারিনী ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। যদিও তাঁর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫১১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে এসএসপি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, “মহিলার অভিযোগ, পণ্য ডেলিভারি করতে এসেই তাঁকে ধর্ষণ করে এক বিপণন সংস্থার ডেলিভারি বয়।” এই ঘটনায় তদন্ত চলছে বলেও সংবাদসংস্থাকে জানিয়েছেন বৈভব কৃষ্ণ।