এক্সপ্লোর
Advertisement
বাজারে এল নোকিয়া ৫.৩ ও নোকিয়া সি৩, জেনে নিন দাম, অন্যান্য ফিচার
নোকিয়া সি৩-র ২জিবি র্যামে ১৬জিবি স্টোরেজ রয়েছে। দাম ৭,৪৯৯ টাকা।
কলকাতা: আজ ভারতে লঞ্চ করল দুটি নতুন স্মার্টফোন নোকিয়া ৫.৩ ও নোকিয়া সি৩। নোকিয়া সি৩ অন্য সব দেশের আগে ভারতের বাজারে এল। এছাড়া এল নোকিয়া ১২৫ ও নোকিয়া ১৫০ ফোন।
নোকিয়া সি৩-র ২জিবি র্যামে ১৬জিবি স্টোরেজ রয়েছে। দাম ৭,৪৯৯ টাকা। ৩জিবি র্যামে ৩২জিবি স্টোরেজ, দাম ৮,৯৯৯ টাকা। এতে পাবেন রঙের দুটি অপশন, নর্ডিক ব্লু ও স্যান্ড কালার। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কিনতে পারবেন এই ফোন। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-বুকিং চলবে।
নোকিয়া সি৩-তে ৫.৯৯ ইঞ্চি এইচডি+ডিসপ্লে রয়েছে। এতে রয়েছে Unisoc sc9863a প্রসেসর। অ্যান্ড্রয়েড ১০-এ চলে এই ফোন। ডাইমেনশন ১৫৯.৬X৭৭X৮.৬৯ মিলিমিটার, ওজন ১৮৪ গ্রাম। হ্যান্ডসেটে ৩.৫ এমএম অডিও জ্যাক, ডুয়াল সিম সাপোর্ট ও মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। ৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা রয়েছে, সঙ্গে ৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা। এতে ৩০৪০এমএএইচ রিইউসেবল ব্যাটারি রয়েছে।
নোকিয়া ৫.৩-র ৪জিবি র্যামে ৬৪জিবি স্টোরেজ। দাম ১৩,৯৯৯ টাকা। ৬জিবি র্যামেও ৬৪জিবি স্টোরেজ, দাম ১৫,৪৯৯ টাকা। রঙের তিনটি অপশন, সোয়ান, স্যান্ড এবং চারকোল কালার। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই ফোনটি কিনতে পারবেন। আজ থেকে করতে পারেন প্রি বুকিং।
এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট রয়েছে। চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৪০০০ এমএএইচ২ পাওয়ারের ব্যাটারি। কোয়াড ক্যামেরা সেটআপ, প্রাইমারি সেন্সর ক্যামেরা ১৩ এমপি, মেন লেন্স ২ এমপি ডেপথ সেন্সর, ৫ এমপির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল সেন্সর ও ২ এমপির ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এতে ৮ এমপি সেলফি ক্যামেরা রয়েছে, পিছনে আছে ৪টি ক্যামেরার একটি সার্কুলার প্যানেল, নীচে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement