কলকাতা: গুপী গাইন বাঘা বাইন থেকে আগন্তুক। সত্যজিত্‍ রায়ের কাজের নানা মূর্হূত অমর হয়ে আছে তাঁর ক্যামেরার লেন্সে। সেই ফ্রেমগুলিই ভবিষ্যতে কথা বলবে তাঁর হয়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত চিত্রগ্রাহক নিমাই ঘোষ।


বুধবার সকাল সাড়ে ৭টায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নিমাই ঘোষ। বয়স হয়েছিল ৮৬। বাড়িতে তখন ছিলেন স্ত্রী ও ভাই।

কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরে চোট পাওয়ায় অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অশীতিপর চিত্রগ্রাহক। গত দু’দিন ধরে পরিস্থিতি আরও খারাপ হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানিয়েছেন,“বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। দু দশকের বেশি সময় ধরে তিনি বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়ের আলোকচিত্রী হিসাবে অসামান্য কাজের নজির রেখেছেন।”

তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ ‘মানিক দা: মেমোয়ার্স অব সত্যজিৎ রে’।  ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির জুরি মেম্বারও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে চিত্রগ্রাহক মহলে শোকের ছায়া নেমে এসেছে।