নয়াদিল্লি: পিএম-কেয়ার্স থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার একটা টাকাও তাঁদের কাছে পৌঁছবে না। এই টাকা দেওয়া হবে রাজ্য সরকারগুলিকে, যাতে তাঁদের সফরের খরচ, থাকা খাওয়া ও ওষুধপত্রের ব্যবস্থা করা যায়। বললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

চিদম্বরমের প্রশ্ন, কী করে একজন পরিযায়ী শ্রমিক বাঁচবেন যাঁর কোনও উপার্জনের ব্যবস্থা নেই? ধরুন, কোনও একজন পরিযায়ী সমস্তরকম প্রতিকূলতা টপকে নিরাপদে নিজের গ্রামে ফিরলেন। গ্রামে তো কোনও কাজ নেই। অর্থাৎ তাঁর না আছে কাজ, না রোজগার। কীভাবে তিনি বাঁচবেন, বাঁচাবেন পরিবারকে? প্রশ্ন করেছেন তিনি।

[embed]https://twitter.com/PChidambaram_IN/status/1260788917835567104[/embed]

[embed]https://twitter.com/PChidambaram_IN/status/1260788920305975298[/embed]

প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড ট্রাস্ট বা পিএম-কেয়ার্স বুধবার করোনার বিরুদ্ধে লড়াইতে ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ২,০০০ কোটি টাকা যাবে ভেন্টিলেটর কিনতে, ১,০০০ কোটি পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ও ১০০ কোটি করোনার টিকা তৈরিতে।