কলকাতা: অ্যামাজন এবার তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে আপডেট করল। শুধু ভারতের জন্যই করা হয়েছে এই আপডেট। এবার অ্যালেক্সা তার ইউজারদের করোনা সংক্রমণের লক্ষণের ব্য়াপারে জানাবে। ইউজার অ্যালেক্সাকে প্রশ্ন করবেন, আমার কি করোনা হয়েছে? তাতে অ্যালেক্সা জানিয়ে দেবে কোভিড-১৯-এর লক্ষণ। ইংরেজি ও হিন্দি- দুই ভাষাতে প্রশ্ন করলেই জবাব মিলবে।
অ্যামাজন বলেছে, আমাদের অ্যালেক্সা টিম আইসিএমআর-এর গাইডলাইন মেনে অ্যালেক্সাকে কোবিড১৯-এর লক্ষণের তথ্য দিয়ে আপডেট করেছে। এছাড়া অ্যালেক্সা ২০ সেকেন্ড ধরে হাত ধরার পরামর্শও দেবে ২০ সেকেন্ড ধরে গান গেয়ে।
পাশাপাশি করোনা সংক্রান্ত সমস্ত তথ্য ইউজারদের দেবে অ্যালেক্সা। যেমন ধরুন, এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা, লকডাউন সংক্রান্ত খবরাখবর ইত্যাদি। আপনাকে প্রশ্ন করতে হবে, অ্যালেক্সা, ভারতে করোনাভাইরাসের নতুন খবর কী, পশ্চিমবঙ্গের কী অবস্থা। তাতে অ্যালেক্সা জবাব দেবে।
করোনার লক্ষণ আছে নাকি আপনার? বলে দেবে অ্যামাজন আলেক্সা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2020 05:13 PM (IST)
পাশাপাশি করোনা সংক্রান্ত সমস্ত তথ্য ইউজারদের দেবে অ্যালেক্সা। যেমন ধরুন, এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা, লকডাউন সংক্রান্ত খবরাখবর ইত্যাদি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -